bangla news

ইনিংস ব্যবধানে হারলো অস্ট্রেলিয়া

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০-১২-০৭ ৫:৩১:১৪ এএম

অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে জিতে নিয়েছে ইংল্যান্ড। এক ইনিংস ও ৭১ রানে স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারিয়েছে তারা।

অ্যাডিলেড: অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে জিতে নিয়েছে ইংল্যান্ড। এক ইনিংস ও ৭১ রানে স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারিয়েছে তারা।

এ জয়ের মাধ্যমে পাঁচ টেস্টের অ্যাশেজ সিরিজে ১-০ তে এগিয়ে ইংল্যান্ড। প্রথম টেস্ট ড্র হয়।

অস্ট্রেলিয়া: ২৪৫ ও ৩০৪
ইংল্যান্ড: ৬২০/৫ডি.
ফল: ইংল্যান্ড এক ইনিংস ও ৭১ রানে জয়ী

অ্যাশেজের ২৪ বছরের ইতিহাসে বড় জয় পেয়েছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ সাত বছর পর জয়ের দেখা পেলো ইংলিশরা। অনেক বছর পর প্রতিপক্ষের মাঠে সিরিজে এগিয়ে থাকার কৃতিত্ব দেখালেন অ্যান্ড্রু স্ট্রাউসরা। এর আগে ১৯৮৬ থেকে ’৮৭ মৌসুমে অস্ট্রেলিয়া সফরে লিড নিয়েছিলো ইংলিশরা।

প্রথম ইনিংসে ২৪৫ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। জবাবে পাঁচ উইকেটে ৬২০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড।
কেভিন পিটারসেনের ২২৭ ও অ্যালিস্টার কুক ১৪৮ রান করেন।

দ্বিতীয় ইংনিসে ব্যাট করতে নেমে ইংলিশ বোলারদের তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়া। গ্রায়েম সোয়ান একাই নেন পাঁচ উইকেট।  এছাড়া দুটি করে উইকেট নেন জেমস অ্যান্ডারসন ও স্টিভেন ফিন।

শেষপর্যন্ত বিপর্যয় এড়াতে পারেনি রিকি পন্টিংয়ের দল। শেষ দিনে ৩০৪ রান তুলেই গুটিয়ে যায় তাদের দ্বিতীয় ইনিংস। ইংলিশদের ছুড়ে দেওয়া এক ইনিংসের চ্যালেঞ্জ দু’বার ব্যাট করেও মোকাবেলা করতে ব্যর্থ হয় অসি বাহিনী। ফলে এক ইনিংস ৭১ রানের পরাজয় জোটে ভাগ্যে।

দুই ইনিংস মিলিয়ে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন ইংলিশ বোলার গ্রায়েম সোয়ান। ১৬২ রান দিয়ে সাত উইকেট নেন তিনি।

ম্যাচ সেরার পুরস্কার জেতেন কেভিন পিটারসেন।

আগামী ১৬ ডিসেম্বর পার্থে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘন্টা, ডিসেম্বর ০৭, ২০১০

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2010-12-07 05:31:14