ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

জিম্বাবুয়েকে ২৪৭ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১০
জিম্বাবুয়েকে ২৪৭ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে বাংলাদেশ

ঢাকা: ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে জয়ের জন্য জিম্বাবুয়েকে ২৪৭ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে স্বাগতিকরা।

সোমবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় জিম্বাবুয়ে।

মাত্র পাঁচ রানে দুই উইকেট হারিয়ে বিপদে পড়লেও অধিনায়ক সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের ব্যাটে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটে ২৪৬ রান তোলে স্বাগতিকরা।

দলের পক্ষে সর্বোচ্চ ৭৩ রানের ইনিংসটি খেলেন সাকিব আল হাসান।   এছাড়া ৬৩ রান করেন মুশফিকুর রহিম।

জিম্বাবুয়ের পক্ষে ৩৮ রানে চার উইকেট নিয়ে সবচে সফল বোলার প্রসপার উতসেয়া। এছাড়া ক্রিস এমপফু, সিঙ্গিরাই মাসাকাদজা ও রেমন্ড প্রাইস একটি করে উইকেট নেন।

পাঁচ ম্যাচ সিরিজটি ১-১ তে সমতায় রয়েছে।  

বাংলাদেশ সময়: ১২৪০ ঘন্টা, ৬ ডিসেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।