ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

আত্মবিশ্বাস হারায়নি জিম্বাবুয়ে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১০
আত্মবিশ্বাস হারায়নি জিম্বাবুয়ে

ঢাকা: অনর্গল সত্যি বলে গেলেন তাতেন্দা টাইবু। জিম্বাবুয়ে এক ম্যাচ জিতে পরের ম্যাচে হারে।

এই অধ্যায় থেকে উত্তরণের আশায় থাকলেও ভবিষ্যবাণী করেননি। অন্তত চলমান সিরিজ নিয়ে জোর গলায় সাফল্যবাণী দেননি। তবে জিম্বাবুয়ে দলের সদস্য হিসেবে সম্ভাবনার কথা কিছুটা বলেছেন। ভালো খেলা হবে।

ভালো বলতে জয়, নয়তো লড়াকু হার। বাংলাদেশের ক্রিকেটারদের যা মানসিক অবস্থা তাতে বড়জোর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হার ভেবে নিতে অসুবিধা হওয়ার কথা নয় জিম্বাবুয়ের। আফ্রিকা মহাদেশের এই ক্রিকেট দলের গর্বিত সদস্য হিসেবে টাইবু মূল্যবান কিছু কথাও বলেছেন,“আমরা জেনে এসেছি এখানে লো স্কোরিং উইকেট হবে। স্পিনে কিছু আসে যায় না। আমরা চেষ্টা করবো অনেকটা সময় ধরে ক্রিজে থেকে ভালো স্কোর করতে। ”

আগেও জয় দিয়ে সিরিজ শুরু করেছিলো জিম্বাবুয়ে। কিন্তু স্বাগতিকরা বাকি ম্যাচে পরাজয়ের তিলক এঁকে দেয়। এবারও ব্যতিক্রম হওয়ার কথা নয়। প্রথম ম্যাচ হেরে দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। জয়ের ব্যবধানও বেশ বড়। জিম্বাবুয়ে সাবেক অধিনায়কও বিষয়টি আমলে নিয়েছেন,“বাংলাদেশ সত্যিই ভালো ক্রিকেট খেলছে। নিউজিল্যান্ডের সঙ্গে দারুণ খেলেছে। আমরাও ভালো খেলছি। দেশে টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলে এখানে এসেছি। অনেকে রান পেয়েছে। বোলাররা অনেক উইকেট নিয়েছে। যার ফলে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা সম্ভব হয়েছে। সিরিজ ১-১ এ সমতা নিয়ে এগোচ্ছে। আশা করি খেলা জমিয়ে রাখা সম্ভব হবে। ”

খেলায় আগের চেয়ে অনেক পরিণত জিম্বাবুয়ে। খেলোয়াড়দের মানসিক অবস্থাও ভালো। টাইবুর দৃষ্টিতে,“আমাদের মধ্যে দারুণ সমন্বয় আছে। দলের ভেতরের পরিবেশ অনেক ভালো। কোনো বিষয় নিয়ে আমরা চিন্তিত নই। ”

এক বছর আগে ৩১ অক্টোবর এই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফাডলাইটে আলোয় সিরিজের তৃতীয় একদিনের ম্যাচ খেলেছে জিম্বাবুয়ে। শীতের ছোঁয়া তখনো লাগেনি। ডিসেম্বরে শিশির কিছুটা হলেও খেলায় প্রভাবক হিসেবে কাজ করবে,“শিশির সমস্যা বটে। তবে দু’দলই এধরণের পরিস্থিতিতে খেলার জন্য প্রস্তুত থাকবে। ”

রানে নেই টাইবু। অধিনায়ক চিগুম্বুরা চোট সমস্যায় আক্রান্ত। এনিয়ে মোটেও চিন্তিত নন জিম্বাবুয়ে সাবেক অধিনায়ক,“ব্যাটিং নিয়ে খুব একটা ভাবছি না। স্লো উইকেটে বেশি কিছু আশা করা যায় না। ”

অতএব সিরিজের তৃতীয় ম্যাচ জয় পরাজয় নিয়ে খুব বেশি ভাবছে না জিম্বাবুয়ে। উদ্দেশ্য ভালো ক্রিকেট খেলা। সেটা সম্ভব হলে জয় আসবেই।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘন্টা, ডিসেম্বর ০৫, ২০১০


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।