ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১০
প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে ইংল্যান্ড

অ্যাডিলেড: অ্যাসেজ সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে অ্যালিস্টার কুক আর কেভিন পিটারসেনের ব্যাটিংয়ে ভর করে প্রথম ইনিংসে বড় স্কোর গড়ার পথে সফরকারী ইংল্যান্ড।

ইংল্যান্ড প্রথম ইনিংস: ৩১৭/২ (৮৯ ওভার)
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ২৪৫/১০ (৮৫.৫ ওভার)

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ২৪৫ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৩১৭ রান সংগ্রহ করে ইংল্যান্ড।

ফলে ৩২ রানে এগিয়ে আছে তারা। হাতে আছে আরো আটটি উইকেট।

১৩৬ রানে ক্রিজে আছেন উদ্বোধনী ব্যাটসম্যান অ্যালিস্টার কুক। তার সঙ্গে ৮৫ রানে জুটি গড়েছেন কেভিন পিটারসন।

অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস এক রান তুলে ডোগ বোলিঙ্গার বলে বোল্ড হয়ে সাজ ঘরে ফেরেন। কিন্তু শুরু থেকেই নিজের উইকেট আগলে রাখেন অ্যালিস্টার কুক। ক্যারিয়ারে যোগ করেন ১৫তম টেস্ট শতক। ব্রিসবেনের প্রথম টেস্টে ২৩৫ রান করেছিলেন কুক।

দ্বিতীয় উইকেট জুটিতে আসে ১৭৫ রান। ব্যক্তিগত ৭৮ করে ফিরে যান জোনাথান ট্রট। সফরকারী ব্যাটসম্যানদের আক্রমণাত্মক ব্যাটিংয়ের সামনে সুবিধা করতে পারেনি স্বাগতিক বোলাররা। দ্বিতীয় উইকেটের জন্য তাদের অপেক্ষা করতে হয় ৪৯ ওভার পর্যন্ত।

৪৮.৩ ওভারে রায়ান হ্যারিসের বলে মাইকেল কার্কের হাতে বল তুলে দিয়ে সাজঘরের পথ ধরেন ট্রট। এরপর অভিজ্ঞ কেভিন পিটারসেনকে নিয়ে এগিয়েছেন কুক।

পাঁচ ম্যাচ অ্যাসেজ সিরিজের প্রথম টেস্টটি ড্র হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৩ঘন্টা, ডিসেম্বর ৪, ২০১০

 



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।