ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

বাংলাদেশের লক্ষ্য ১৯২

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১০
বাংলাদেশের লক্ষ্য ১৯২

ঢাকা: ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে জয়ের জন্য ১৯২ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে সফরকারী জিম্বাবুয়ে।

শুক্রবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে সফরকারীদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় স্বাগতিকরা।

ব্যাট করতে নেমে ৪৬.২ ওভারে ১৯১ রান তুলেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে।

দলের পক্ষে হার না মানা ৪২ রান করেন ক্রেগ আরভিন। এছাড়া ৩১ রান করেন প্রসপার উতসেয়া।

৩০ রান দিয়ে পাঁচটি উইকেট নেন আব্দুর রাজ্জাক। চারটি উইকেট নেন সাকিব আল হাসান। এজন্য সাকিব খরচ করেন ৩৯ রান। এছাড়া একটি উইকেট নেন শফিউল ইসলাম।

পাঁচ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে জিম্বাবুয়ে।

বাংলাদেশ সময়: ১২০২ ঘন্টা, ডিসেম্বর ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।