ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

বিশ্বকাপ ফুটবল: ২০১৮তে রাশিয়া, ২০২২ এ কাতার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১০
বিশ্বকাপ ফুটবল: ২০১৮তে রাশিয়া, ২০২২ এ কাতার

ঢাকা: প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবলের আয়োজক হতে যাচ্ছে রাশিয়া ও কাতার। ২০১৮ সালের বিশ্বকাপ আসর বসবে রাশিয়ায়।

অন্যদিকে ২০২২ সালের বিশ্বকাপের আয়োজক হবে মধ্যপ্রাচ্যের দেশ কাতার।

বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দফতরে এ ঘোষণা দেন ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন- ফিফার সভাপতি সেপ ব্লাটার।  

ইংল্যান্ড, বেলজিয়াম-নেদারল্যান্ডস এবং  স্পেন-পর্তুগালকে টপকে ২০১৮ সালের স্বাগতিক হওয়ার সুযোগ পায় রাশিয়া।

অপরদিকে ২০২২ এর আয়োজক হওয়ার দৌড়ে কাতার পেছনে ফেলে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপান ও অস্ট্রেলিয়াকে।

ফিফার ২২ সদস্যের গভর্নিং বডির সদস্যরা গোপন ভোটাভুটি করে দেশ দুটিকে নির্বাচিত করেন।


বাংলাদেশ সময়: ২১৫২ ঘন্টা, ২ ডিসেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।