ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

সুব্রত কাপে বিদায় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১০

ঢাকা: ৫১তম সুব্রত মুখার্জী কাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৭ ফুটবল দল। সোমবার কোয়ার্টার ফাইনালে ভারতের আর্মি বয়েজের কাছে টাইব্রেকারে ৪-৫ গোলে হেরেছে কোচ সৈয়দ গোলাম জিলানীর দল।

নয়াদিল্লির আম্বেদকর স্টেডিয়ামে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে নির্ধারিত ৭০ মিনিটে গোল করতে পারেনি কোনো দলই।

অতিরিক্ত ১৪ মিনিটেও কোনো ফলাফল না আসায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানেও সমান তালেই লড়ছিলো লাল-সবুজরা। ৩-৩ গোলে ড্র থাকার পর খেলা সাডেন ডেথ এ গড়ায়।

যেখানে বাংলাদেশের পক্ষে মাসুদ রানা গোল করতে ব্যর্থ হন। দলের পক্ষে গোল করেছেন মালেক, রাকিব, রাসেল ও তপু।

এর আগে টানা চার ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে ওঠে।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘন্টা, নভেম্বর ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।