ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

চেলসিকে টপকে শীর্ষে ম্যানইউ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১০
চেলসিকে টপকে শীর্ষে ম্যানইউ

লন্ডন: ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন চেলসিকে টপকে শীর্ষে উঠে এসেছে স্যার অ্যালেক্স ফার্গুসনের দল ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার ব্লুজরা ১-১ গোলে নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে ড্র করায় শীর্ষস্থান হারিয়ে নেমে গেছে তালিকার দ্বিতীয়স্থানে।

নিজেদের মাঠে ৬ মিনিটে নিউক্যালসকে এগিয়ে নেন ইংলিশ স্ট্রাইকার অ্যান্ড্রু ক্যারল। গোল শোধে মরিয়া চেলসি খেলায় সমতা আনে ৪৫ মিনিটে। ফোরেন্ত মালুদার পাস থেকে জালে বল জড়ান সলেমন কালু। প্রথমার্ধে ১-১ গোলের সমতায় নিয়েই বিরতিতে যায় উভয় দল।

বিরতির পর কোন গোল হয়নি। ফলে ১৫ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে চেলসি। সমান খেলায় ৩১ পয়েন্ট নিয়ে তালিকার এক নম্বরে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

এদিকে ইতালির সিরি ‘আ’তে পিছিয়ে পড়েও জয় পেয়েছে ইন্টার মিলান। দেজান স্তানকোভিচের হ্যাটট্রিকে তারা ৫-২ গোলে হারায় পার্মাকে।

ইন্টারের মাঠে চার মিনিটে ক্রেসপোর গোলে এগিয়ে যায় সফরকারী পার্মা। ১৮ মিনিটে স্বাগতিকদের খেলায় ফেরান দেজান স্তানকোভিচ। এক মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন এই সার্বিয়ান। ২৩ মিনিটে ব্যবধান বাড়ান (৩-১) কাম্বিয়াসো। ৩৬ মিনিটে ব্যবধান (৩-২) কমায় পার্মা।

ব্যবধান কমালেও খেলায় ফেরা সম্ভব হয়নি সফরকারীদের। বিরতির পর আরও দুই গোল করে ইন্টার। ৭৩ মিনিটে থিয়াগো মোত্তা ও দুই মিনিট পর পার্মার পরাজয়ের কফিনে শেষ পেরেক ঠোকেন স্তানকোভিচ।

১৪ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে সবার ওপরে এসি মিলান। সমান খেলায় ২৩ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে আছে চ্যাম্পিয়ন ইন্টার মিলান।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘন্টা, নভেম্বর ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।