ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

বিসিবি একাদশের কাছে জিম্বাবুয়ের হার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১০
বিসিবি একাদশের কাছে জিম্বাবুয়ের হার

সাভার: বিসিবি একাদশের সঙ্গে প্রীতি ম্যাচে হেরে গেছে জিম্বাবুয়ে। সোমবার সাভারের বিকেএসপিতে ২৯ রানে হেরেছে তারা।

বিবিসি একাদশ: ২২৩/৯ (৫০ ওভার)
জিম্বাবুয়ে: ১৯৪ (৪৬.১ ওভার)

বিকেএসপির মাঠে টস জিতে প্রথম ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ১৮ রানে সাজঘরে ফেরেন অধিনায়ক শাহরিয়ার নাফিস (১০)। এমপফুর বলে ক্যাচ তোলেন মাসাকাদজার হাতে। ৫২ রান তুলতে ৪ উইকেট খুঁইয়ে বসে বিসিবি একাদশ। জহিরুল ইসলাম ৭, অলক কাপালি ১ ও ফজলে মাহমুদ ৩০ রান করেন।

মার্শাল আইয়ুব ও আসিফ আহমেদ পঞ্চম জুটিতে ৪৩ রানের যোগন দিলে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে উঠে স্বাগতিকরা। দলীয় ৯৫ রানে রেমন্ড প্রাইসের বলে বোল্ড হন মার্শাল আইয়ুব (১৩)। ষষ্ঠ উইকেটে ৫৪ রান আসায় লড়াইয়ের পুঁজি পায় বিসিবি একাদশ। ৯ উইকেটে ২২৩ রান নিয়ে ইনিংস শেষ হয়।  

কিগান মেথ ৪৬ রানে চারটি উইকেট নেন। এছাড়া ৩৭ রানে তিন উইকেট পান এমপফু।

ব্যাটিংয়ে জিম্বাবুয়ের শুরুটা ভালো হয়নি। রানের খাতা খোলার আগেই বিদায় নেন উদ্বোধনী ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজা। সৈয়দ রাসেলের শিকার হন তিনি। দলীয় ৩৩ রানে দ্বিতীয় উইকেট হারায় সফরকারীরা। আলাউদ্দিন বাবুর বলে বোল্ড হয়ে ফিরে যান ব্রেন্ডন টেইলর (১৭)। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়ে। নূর হোসেনের মারাত্মক বোলিংয়ে একে একে বিদায় নেন চামু চিবাবা (২৪), এল্টন চিগাম্বুরা (১২) ও টাটেন্ডা টাইবু (৩২)।

দলীয় ১০৮ রানে সপ্তম উইকেটের পতন হলে জিম্বাবুয়ের পরাজয় অনেকটাই নিশ্চিত হয়। শেষদিকে কিগান মেথ ও প্রসপার উতসেয়া অষ্টম উইকেটে ৫৩ রানের যোগ করে কিছুটা হলেও চিন্তায় ফেলেছিলো স্বাগতিকদের। কিন্তু আসিফ আহমেদ এই দুই ব্যাটসম্যানকে ফেরালে ৪৬.১ ওভারে গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস।

জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন টাটেন্ডা টাইবু। এছাড়া উতসেয়া ২৬ ও কিগান মেথ ২৫ রান করেন। ২১ রানে অপরাজিত থাকেন ক্রেমার।

বাংলাদেশের পক্ষে ৪০ রানে তিনটি উইকেট নেন নূর হোসেন। এছাড়া ২২ রানে দুই উইকেট শিকার করেন আসিফ।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘন্টা, নভেম্বর ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।