ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

জয় দিয়ে শুরু ভারতের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১০
জয় দিয়ে শুরু ভারতের

গুয়াহাটি: নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজের প্রথম ম্যাচে জিতেছে স্বাগতিক ভারত। রোববার বিরাট কোহলির শতকের সুবাদে তারা ৪০ রানে হারিয়েছে কিউইদের।

ভারত ইনিংস: ২৭৬ (৪৯ ওভার)
নিউজিল্যান্ড ইনিংস: ২৩৬ (৪৫.২ ওভার)

নেহেরু স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় কিউই অধিনায়ক রস টেলর। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। দলীয় ৪৪ রানের মাথায় বিদায় নেন ওপেনার বিজয় মুরালি (২৯)। ড্যারেল টাফির বলে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি।

পরের ব্যাটসম্যানদের দায়িত্বশীল ব্যাটিংয়ে প্রাথমিক বিপদ সামলে উঠে ভারত। বিরাট কোহলির ১০৫, গৌতম গম্ভীরের ৩৮ ও ইউসুফ পাঠানের ২৯ রানের কল্যাণে লড়াইয়ের পুঁজি পায় ভারত। ১০টি চারের মার ছিলো কোহলির ইনিংসে।

৬২ রানে চারটি উইকেট নেন অ্যান্ড্রু ম্যাকেই। আর তিনটি উইকেট পান কাইল মিলস। এছাড়া দুইটি উইকেট শিকার করেন ড্যারেল টাফি।

জবাবে ব্যাট করতে নেমে বেশি দূর যাওয়া হয়নি নিউজিল্যান্ডের। ৪৫.২ ওভারে ২৩৬ রান তুলেই গুটিয়ে যায় সফরকারীরা। দলের পক্ষে সর্বোচ্চ ৬৬ রান করেন রস টেলর।

তিনটি করে উইকেট নেন শ্রীশান্থ, রবিচন্দ্র অশ্বিন ও যুবরাজ সিং।

ম্যাচ সেরার পুরস্কার জেতেন বিরাট কোহলি।

পাঁচটি একদিনের সিরিজে ১-০ তে এগিয়ে ভারত।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘন্টা, নভেম্বর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।