ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

খেলা

চলে গেলেন মুক্তিযোদ্ধা ফুটবলার সিরাজ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৪, মার্চ ৩, ২০১৩

ঢাকা: মুক্তিযোদ্ধা এবং স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় দেওয়ান মোঃ সিরাজ উদ্দিন (সিরু) চলে গেলেন না ফেরার দেশে।

রোববার সকাল সাড়ে আটটায় গুলবাগে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

৬২ বছর বয়সে পৃথিবীর মায়া ছাড়লেন এই ফুটবলার।

তাঁর মৃত্যুতে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, মহাসচিব ও কার্যনির্বাহী কমিটি এবং স্ট্যান্ডিং কমিটির সকল সদস্য ও বিওএ’র কর্মকর্তা এবং কর্মচরীগণ গভীর শোক প্রকাশ করেছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনসহ ক্রীড়াঙ্গনের নানা মহল থেকেও শোক প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সকল সদস্যগণ তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, মার্চ ৩, ২০১৩
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।