ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

মহিলা কাবাডিতে ব্রোঞ্জ নিশ্চিত বাংলাদেশের

স্পোর্টস করেসপন্ডেন্ট, গুয়াংজু থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১০
মহিলা কাবাডিতে ব্রোঞ্জ নিশ্চিত বাংলাদেশের

গুয়াংজু: এশিয়ান গেমসে দ্বিতীয় পদকের নিশ্চয়তা পেয়ে গেছে বাংলাদেশ। মহিলা কাবাডি দল সেমিফাইনাল নিশ্চিত করায় অন্তত ব্রোঞ্জ পদক জমা হয়েছে।

সেমিফাইনালে মহিলাদের প্রতিপক্ষ থাইল্যান্ড। সেখানে জয় পেলে রৌপ্য পদকের নিশ্চয়তা পাওয়া যাবে।

মহিলা কাবাডি অন্তর্ভুক্তির প্রথম আসরে পদক অর্জন বাংলাদেশের জন্য গর্বের বৈকি। গুয়াজু এশিয়ান গেমসে ফেভারিট ভারতের কাছে হার দিয়ে অভিযান শুরু হয়েছিলো। সেই দলটি মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে চারটি লোনাসহ দক্ষিণ কোরিয়াকে ২৮-১৯ পয়েন্ট হারিয়ে বি গ্রুপ রানার্সআপ হিসেবে সেমিফাইনালে খেলা নিশ্চিত করে। প্রথমার্ধে ১১-৮ পয়েন্টে এগিয়ে ছিলো বাংলাদেশ। কোরিয়া লোনা পেয়েছে দুটি।

এই জয়ে খুশি কোচ আব্দুল হাকিম মিয়া। বলেন,“কাবাডি আমাদের জাতীয় খেলা। অনেক ভালো খেলোয়াড়ও আছে। এশিয়ান গেমসের অনুশীলন লম্বা সময় ধরে হলে আরো ভালো খেলা সম্ভব ছিলো। ”

অন-অভিজ্ঞ দক্ষিণ কোরিয়ার সামনে জ্বলে উঠেছিলেন অধিনায়ক শাহনাজ মালেকা। একাই ছয় থেকে সাতটি পয়েন্ট নিয়েছেন। মালেকার ওপরে ভর করেই সেমিফাইনাল পাড়ি দেওয়ার স্বপ্ন দেখছেন কোচ,“মালেকা দলের সবচেয়ে ভালো খেলোয়াড়। প্রায় আট-নয় বছর কাবাডি খেলছে। আশা করি অধিনায়ক হিসেবে সেমিফাইনালে এর চেয়েও ভালো খেলবে মালেকা। ”

বৃহস্পতিবার থাইল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ মহিলা কাবাডি দল। প্রতিপক্ষ হিসেবে যথেষ্ট শক্তিশালী তারা। মালেকার দৃষ্টিতে,“ইরানকে হারিয়ে সেমিফাইনালে এসেছে থাইল্যান্ড। তাদের সঙ্গে খেলা সহজ হবে না। তবে ভালো করার ব্যাপারে আমাদের আত্মবিশ্বাস আছে। ”

কাবাডিতে সেমিফাইনালে পরাজিত দুই দলকেই ব্রোঞ্জ পদক দেওয়া হবে গুয়াংজু এশিয়ান গেমসে। প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে ইরান।

এদিকে ছেলেদের কাবাডিতেও মঙ্গলবার জয় পেয়েছে বাংলাদেশ। গ্রুপের দ্বিতীয় ম্যাচে চারটি লোনাসহ মালয়েশিয়াকে ৪৮-৩৮ পয়েন্ট ব্যবধানে হারিয়েছে তারা।

প্রথম ম্যাচে জাপানের কাছে হেরে যাওয়ায় সেমিফাইনাল অনেকটাই অনিশ্চিত পুরুষদের। অবশ্য গ্রুপের শেষ ম্যাচে বুধবার পাকিস্তানকে হারাতে পারলে পরিস্থিতি অন্যরকম হবে। কিন্তু গতবারের রানার্সআপদের হারানো মোটেই সহজ হবে না। অতএব ১৯৯০ সাল থেকে টানা পদক জয়ী পুরুষ কাবাডি দলকে এবার পদক ছাড়াই দেশে ফিরতে হতে পারে। গতবারও ব্রোঞ্জ পদক জিতেছিলো পুরুষ দল।

এশিয়ান গেমসে এপর্যন্ত তিনটি রৌপ্য এবং দুটি ব্রোঞ্জ পদক এসেছে কাবাডি থেকে।

গুয়াংজু সময়: ১৯৩৩ ঘন্টা, নভেম্বর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।