ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

কেএসসিএ’র সভাপতি কুম্বলে, সাধারণ সম্পাদক শ্রীনাথ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১০
কেএসসিএ’র সভাপতি কুম্বলে, সাধারণ সম্পাদক শ্রীনাথ

বেঙ্গালুরু: ভারতের কর্নাটক রাজ্যের ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএসসিএ)’র সভাপতি হয়েছেন সাবেক অধিনায়ক অনিল কুম্বলে। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক পেসার জাভাগাল শ্রিনাথ।



সাবেক খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত এই প্যানেলটি কেএসসিএ’র ২৪টি আসনের মধ্যে জিতেছে ২২টিতে। এর মধ্যদিয়ে ভারতীয় ক্রিকেট প্রশাসনে প্রথমবারের মতো পেশাদার ক্রিকেটারদের অংশগ্রহণ ঘটলো।   ক্রিকেটারদের এই জয়ে দেশের ক্রিকেটে নতুন যুগের সূচনা হয়েছে বলেই মনে করছেন বোদ্ধারা।

এছাড়া প্যানেল থেকে নির্বাচিত তিন সহ-সভাপতির মধ্যে দুজন হলেন সাবেক পেসার রজার বিন্নি এবং ভেনকাটিশ প্রাসাদ। অপরজন হলেন বেঙ্গালুরুর শিল্পপতি আদনান্দ মায়া।

বাংলাদেশ সময়: ১৮৪০ঘন্টা, নভেম্বর ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।