ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

মহিলা কাবাডিতে হার দিয়ে শুরু

স্পোর্টস করেসপন্ডেন্ট, গুয়াংজু থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১০
মহিলা কাবাডিতে হার দিয়ে শুরু

গুয়াংজু: এশিয়ান গেমস মহিলা কাবাডিতে হার দিয়ে শুরু হলো বাংলাদেশের। চারটি লোনাসহ ফেভারিট ভারত জিতেছে ৩৪-২০ পয়েন্টে।

প্রথম পাঁচ মিনিট চুপসে গিয়েছিলেন বাংলাদেশের মেয়েরা। একটু ভয় পেয়েছিলেন। সুযোগ কাজে লাগায় ভারত। দুটি লোনাসহ ১৬ পয়েন্ট তুলে নেয় ওই সময়ের মধ্যে। বাংলাদেশ তখনো কোন পয়েন্ট পায়নি। এরপর একটু একটু করে সাহস সঞ্চয় করেন। একটি পয়েন্টও পেয়ে যায় বাংলাদেশ। প্রতিদ্বন্দ্বিতা বাড়ে। বিরতি পর্যন্ত ২২-৭ পয়েন্ট এগিয়ে থাকে ভারত।

দ্বিতীয়ার্ধে সমানে লড়াই হয়েছে। এই অর্ধে এক পয়েন্ট (১৩) বেশি পেয়েছে বাংলাদেশ। এতে স্পষ্ট হয়ে উঠে মালেকা বাহিনী ভারতের চেয়ে খুব বেশি পিছিয়ে নেই। অবশ্য ভারতের খেলোয়াড়রা শারীরিক, মানসিক এবং কৌশলগত দিক দিয়ে খানিকটা এগিয়ে। বাংলাদেশের খেলোয়াড়রা খর্বাকায়। ভালো রেইডার নেই। ভারত বেশিরভাগ পয়েন্ট নিয়েছে রেইড থেকে।

কোচ আব্দুল হাকিম মিয়ার দৃষ্টিতে,“ভয় পেয়ে প্রথম দিকে খেলতে পারেনি মেয়েরা। বেশ কয়েকজন খেলোয়াড় অসুস্থ। প্রস্তুতিতেও একটু ঘাটতি আছে। ১৫ আগস্ট থেকে অনুশীলন হয়েছে। এছাড়া বড় কোন আসরে এই প্রথম খেলছে সবাই। অভিজ্ঞতা থাকলে ম্যাচ জেতা সম্ভব ছিলো। ”

এশিয়ান গেমসে মেয়েদের কাবাডি এই প্রথম। নির্ধারিত সময়ের পরে অন্তর্ভুক্ত করা হয়েছে। মূলত সেকারণেই দেরিতে অনুশীলন ক্যাম্প ডেকেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। তবে আন্তর্জাতিক গেমসে আগেও খেলেছে মহিলা দল।
একাদশ দক্ষিণ এশিয়ান গেমসে রৌপ্য পদকও জিতেছে। এছাড়া আন্তর্জাতিক কাব কাপে খেলার অভিজ্ঞতা হয়েছে গুয়াংজু এশিয়ান গেমস শুরুর মাস খানেক আগে।

অভিজ্ঞতার দিক থেকে ভারতের মেয়েরা অনেক এগিয়ে। প্রত্যেকেই পেশাদার খেলোয়াড়। এখানেই শেষ নয়। স্কুল পর্যায় থেকে ভারতে কাবাডি চর্চা হয়।

আব্দুল হাকিম অবশ্য অনুশীলনের ঘাটতির কথা বলতেই পারেন। এশিয়ান গেমসের ক্যাম্প বন্ধ রেখে মেয়েদেরকে হ্যান্ডবল লিগে খেলার অনুমতি দেওয়া হয়েছিলো।

গুয়াংজু সময়: ১৩০৩ ঘন্টা, নভেম্বর ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।