ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

স্টেডিয়ামে নিরাপত্তা মহড়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১১
স্টেডিয়ামে নিরাপত্তা মহড়া

ঢাকা: স্টেডিয়ামের দক্ষিণ পাশের গ্যালারিতে অস্ত্র ও বোমাসহ তিন সন্ত্রাসী অবস্থান করছে সংবাদ পেয়ে ডিবির বম ডিসপোজাল ইউনিট ও সোয়াট ঘটনাস্থলে ছুটে আসে। তারা হাতেনাতে অস্ত্রসহ দুজনকে আটক করতে পারলেও তৃতীয়জন নিরাপত্তা কর্মীদের ওপর বোমা ছুঁড়ে মারে।



সন্ত্রাসীরা বোমা ছুঁড়ে মারলেও পিন না খোলায় তা অবিস্ফোরিত থাকে।

এ ঘটনায় সোয়াটের গুলিতে এক সন্ত্রাসী নিহত হয়। আহত হয় অপর দুজন।

এরপর ডিবির বম ডিসপোজাল ইউনিটের এসি সানোয়ার হোসেনের নেতৃত্বে ইউনিটের সদস্যরা বোমাটির বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে।

রোববার বিকেল ৫টায় এভাবেই স্টেডিয়ামে নিরাপত্তা মহড়া দিয়েছে ডিবির বম ডিসপোজাল ইউনিট ও সোয়াটের সদস্যরা।

ডিএমপি কমিশনার বেনজির আহমেদ এই মহড়া পরিদর্শন করেন।

বিকেল ৫টায় মহড়া শুরু হয়ে চলে ৫টা ২০ মিনিট পর্যন্ত। আগামী ৬ সেপ্টেম্বর আর্জেন্টিনা ও নাইজেরিয়ার মধ্যকার প্রীতি ম্যাচের আগে স্টেডিয়ামে এই মহড়া দিয়েছে ডিবির বম ডিসপোজাল ইউনিট ও সোয়াটের সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।