ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

রানে চাপা পড়েছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১০
রানে চাপা পড়েছে পাকিস্তান

আবু ধাবি : এবি ডি ভিলিয়ার্সের অপরাজিত জোড়া শতকে ভর করে পাকিস্তানকে রানে চাপা ফেলেছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় টেস্টে ভিলিয়ার্স ও ক্যালিসের ব্যাটে ভর করে ৫৮৪ রানে প্রথম ইনিংস ঘোষণা করে প্রোটিয়াসরা।

জবাবে রোববার দিন শেষে এক উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৫৯ রান। দ.আফ্রিকার চেয়ে এখনো ৫২৫ রানে পিছিয়ে।

স্কোর-
পাকিস্তান প্রথম ইনিংস: ৫৯/১ (১৮ ওভার)
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস ৫৮৫/৯ ডি. (১৫৩ ওভার)

আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আগের দিনের সঙ্গে ৩০ রান যোগ করতেই মার্ক বাউচারকে (৪৫) হারায় দক্ষিণ আফ্রিকা। তাকে বোল্ড করে দিনের প্রথম ব্রেক থ্রুটি এনে দেন পেসার তানভির আহমেদ। তবে থামাতে পারেননি প্রথম দিনেই শতকের দেখা পাওয়া ভিলিয়ার্সকে। প্রথমে জন বোথা ও পরে  ডেল স্টেইনকে নিয়ে সঙ্গী করে দলের স্কোরকে পাহাড় চূড়ায় নিতে চেষ্টা করেন তিনি।

দলীয় ৩৮৩ রানে বোথাকে (১২) বোল্ড করে ফিরিয়ে দেন আব্দুর রহমান। পরের উইকেটটিও নেন তিনি। স্টেইনকে (২৭) মোহাম্মদ হাফিজের ক্যাচে পরিণত করেন। নবম উইকেটটি নেন তানভীর। তার বলে পল হ্যারিসকে (১৯) তালুবন্দী করেন উইকেটরক্ষক আদনান আকমল।

ভিলিয়ার্স ২৩ চার ও ছয়টি ছয়ের সাহায্যে করেন হার না মানা ২৭৮ রান। অপর ব্যাটসম্যান মর্নে মর্কেল অপরাজিত ছিলেন ৩৫ রানে।

১২০ রানে ছয় উইকেট তুলে নেন তানভীর। দুটি উইকেট পান আব্দুর রহমান।

বিশাল সংগ্রহ তাড়া করতে নেমে মাত্র দুই রানেই মোহাম্মদ হাফিজের (২) উইকেটটি হারায় পাকিস্তান। তাকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন স্টেইন।

৩৪ রানে ব্যাট করছেন আজহার আলি। ক্রিজের অপরপ্রান্তে তৌফিক ওমর ১৬ রানে ব্যাট করছেন।

দুবাইয়ে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্টটি ড্র হয়।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘন্টা, নভেম্বর ২১, ২০১০



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।