ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

শচীন-দ্রাবিড়ের ব্যাটে দ্বিতীয় দিন ভারতের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১০
শচীন-দ্রাবিড়ের ব্যাটে দ্বিতীয় দিন ভারতের

নাগপুর: নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিতীয় দিন শেষে শক্ত অবস্থানে রয়েছে ভারত। রোববার দুই উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ২৯২।

ফলে কিউইদের চেয়ে ৯৯ রানে এগিয়ে মহেন্দ্র সিং ধোনির দল।

নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ১৯৩ (৬৬.৩ ওভার)
ভারত প্রথম ইনিংস: ২৯২/২ (৮২ ওভার)

প্রথম ইনিংসে ব্যাট করতে দারুণ সূচনা করেন দুই ওপেনার গৌতম গম্ভীর ও বীরেন্দ্র শেবাগ। এই জুটিতে আসে ১১৩ রান। ব্যক্তিগত ৭৪ রানে শেবাগ ড্যানিয়েল ভেট্টোরির হাতে ধরা পড়লে জুটি ভাঙ্গে। পরে দলের ১৯৩ রানের মাথায় সাজঘরে ফেরেন গম্ভীর (৭৮)। ১২টি চারের মার ছিলো তার ইনিংসে।

দুই ওপেনার বিদায় নিলে ভারতের রানের চাকা সচল রাখেন রাহুল দ্রাবিড় ও শচীন টেন্ডুলকার। পরে আর কোন উইকেট না হারিয়েই দিন শেষ করে ভারত। ৬৯ রান নিয়ে ব্যাট করছেন দ্রাবিড়। আর শচীন অপরাজিত আছেন ৫৭ রানে।

এর আগে প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ১৯৩ রান করে সফরকারী নিউজিল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করেন জেসি রাইডার।

ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন টেস্ট সিরিজের প্রথম ও দ্বিতীয়টি ড্র হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘন্টা, নভেম্বর ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।