ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

চীনে ফেরত যাচ্ছে মশার কয়েল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১০

গুয়াংজু: অবশেষে নিজের ভুল বুঝতে পেরেছেন ফুটবলের কর্মকর্তা ফজলুর রহমান বাবুল। দেরিতে হলেও দোষ স্বীকার করেছেন এই কর্মকর্তা।

আর ফেরত পাঠাতেও রাজি হয়েছেন ক্ষুদ্র এই যন্ত্রটি। কারাতে দলকে দিয়ে শিগগিরই কর্তৃপক্ষের কাছে কয়েলটি ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ।

চীনে তৈরি একটি বৈদ্যুতিক মশার কয়েল খেলা শেষে সঙ্গে নিয়ে এসেছিলেন ফজলুর রহমান। গুয়াংজু এশিয়ান গেমস ভিলেজে মশার উৎপাত থেকে বাঁচার জন্য কয়েলটি তাকে দেওয়া হয়েছিলো।

পরে ফুটবল দল দেশে ফেরার জন্য ১৬ নভেম্বর গুয়াংজু বিমানবন্দরে পৌঁছলে বাংলাদেশের ডেপুটি সেভ দি মিশন আব্দুল আওয়াল সরকার মজনু জানতে পারেন ফজলুর রহমান যে কক্ষ ছিলেন সেখানে ওই কয়েলটি নেই। এজন্য জরিমানা দিতে হবে।

টাকার অঙ্কটা বেশি নয়। মাত্র ৩৪ আরএমবির (চীনের মূদ্রা) কিছুটা বেশি। যাই হোক দেশের বারোটা বাজিয়ে শেষপর্যন্ত ফজলুর রহমানের যে শুভ বুদ্ধির উদয় হয়েছে, তাই ঢের!

বাংলাদেশ সময়: ২০৩০ ঘন্টা, নভেম্বর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।