ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

খেলা

জোড়া শতকে প্রথম দিনটি দক্ষিণ আফ্রিকার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১০

আবু ধাবি : জ্যাক ক্যালিস ও এবি ডি ভিলিয়ার্সের সেঞ্চুরিতে ভর করে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই বড় সংগ্রহ গড়েছে দক্ষিণ আফ্রিকা। দিনশেষে তাদের সংগ্রহ পাঁচ উইকেটে ৩১১ রান।



ভিলিয়ার্স ক্রিজে রয়েছেন ১২০ রানে। সঙ্গী মার্ক বাউচারের ২৬ রানে ব্যাট করছেন।

স্কোর-
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস ৩১১/৫ (৯০ ওভার)

আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি দক্ষিণ আফ্রিকার। মাত্র ৩৩ রানে তিন উইকেট নিয়ে শুরুতেই প্রতিপক্ষকে চেপে ধরেন পাকিস্তান পেসার তানভির আহমেদ।

উদ্বোধনী ব্যাটসম্যান পিটারসেন (২), হাশিম আমলা (৪) ও গ্রায়েম স্মিথের (১০) উইকেট খুইয়ে বিপর্যয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। তবে চতুর্থ উইকেটে ১৭৯ রানের জুটি গড়ে দলের প্রাথমিক বিপদ সামাল দেন ক্যালিস ও ভিলিয়ার্স।

দলীয় ২১২ রানে ক্যালিসকে বোল্ড করে সাজ ঘরে ফেরান তানভির। তার আগেই ৩৭তম টেস্ট শতকের দেখা পেয়ে যান ক্যালিস (১০৫)।   প্রোটিয়াসদের পঞ্চম উইকেটের পতন ঘটে ২৬৮ রানে। অ্যাশওয়েল প্রিন্সকে আসাদ শফিকের ক্যাচে পরিণত করেন মোহাম্মদ হাফিজ।

তানভির আহমেদ ৬৭ রানে চারটি উইকেট নেন। একটি উইকেট পান হাফিজ।

দুবাইয়ে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্টটি ড্র হয়।

বাংলাদেশ সময়: ২০২২ ঘন্টা, নভেম্বর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।