ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

শিগগির মাঠে ফিরবেন রুনি!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১০
শিগগির মাঠে ফিরবেন রুনি!

লন্ডন: চোট কাটিয়ে শিগগির মাঠে ফিরছেন ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা খেলোয়াড় ওয়েনে রুনি। অবশ্য এবারের ফেরাটা রুনির জন্য হবে অন্যরকম।

কারণ রেড ডেভিলসদের সঙ্গে নতুন চুক্তির পর এটাই হবে ইংলিশ ফরোয়ার্ডের প্রথম মাঠে নামা।

গোড়ালিতে চোট পাওয়ায় গত ১৬ অক্টোবর থেকে মাঠের বাইরে আছেন ২৫ বছর বয়সী রুনি।

রুনির ব্যাপারে কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন ম্যানইউ টিভি চ্যানেলকে এক সাক্ষাৎকারে বলেন,“চোট কাটিয়ে মাঠে ফিরতে মুখিয়ে আছে রুনি। নিজের ফিটনেস প্রমাণের জন্য দারুণ পরিশ্রমও করছে। তবে একাদশে ফেরার বিষয়টি আমাদের ভালোভাবে পরখ করে দেখবে হবে। যদিও আমার মনে হয় আপাতত শুরু করতে পারবে না রুনি। ”

ম্যানইউ কোচ ফার্গুসনের কথায় হতাশ না হয়ে বরং ভরশা পেতে পারেন রুনি। কারণ রোববার প্রিমিয়ার লিগে উইগান অ্যালেটিকের বিপক্ষে সাইড বেঞ্চে বসে থাকলেও আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য প্রস্তুত থাকতে পারেন তিনি!

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘন্টা, নভেম্বর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।