ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

তৃতীয় রাউন্ড শেষে এগিয়েছেন সিদ্দিকুর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১০
তৃতীয় রাউন্ড শেষে এগিয়েছেন সিদ্দিকুর

ঢাকা: ইউবিএস হংকং ওপেনে তৃতীয় রাউন্ড শেষে যুগ্মভাবে শীর্ষ ঊনিশে উঠে এসেছেন সিদ্দিকুর রহমান। তিন রাউন্ড মিলিয়ে পারের চেয়ে আট শট কম (২০২ শট) খেলেন এই বাংলাদেশি গলফার।

হংকং গলফ কাব মাঠে শনিবার সিদ্দিকুরের জন্য দিনের শুরুটা ছিলো হতাশাব্যঞ্জক। প্রথমবার গর্তে বল ফেলতেই ডাবল বগি (পারের চেয়ে অতিরিক্ত দুই শট) পান তিনি। তবে ঘুরে দাঁড়াতেও সময় লাগেনি। এদিন দ্বিতীয়, ষষ্ঠ, দশম, একাদশ, ত্রয়োদশ ও পঞ্চদশ হোলসহ মোট ছয়টি বার্ডি আদায় করেন তিনি। সব মিলিয়ে রাউন্ড শেষ করেন ৬৬ শটে, পারের চেয়ে চার শট কম খেলে।  
 
তৃতীয় রাউন্ড শেষে পারের চেয়ে মোট ১৯ শট কম নিয়ে (১৯১ শটে) শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের আয়ান পলটার। শুধু তৃতীয় রাউন্ডের খেলায় সিদ্দিকুরের চেয়ে দুই শট কম (৬৪) খরচ করেন এই বৃটিশ গলফার।

রোববার চতুর্থ ও শেষ রাউন্ডের খেলা হবে।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘন্টা, নভেম্বর ২০, ১০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।