ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

১৬তম এশিয়ান গেমসের বর্ণিল উদ্বোধন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১০
১৬তম এশিয়ান গেমসের বর্ণিল উদ্বোধন

ঢাকা: জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শুক্রবার রাতে চীনের গুয়াংজুতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো ১৬তম এশিয়ান গেমসের।

এশিয়ান গেমসের শুভ উদ্বোধন ঘোষণা করেন আয়োজক দেশের প্রধানমন্ত্রী ওয়েন জিয়া বাও।



বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই আসর শেষ হবে আগামী ২৭ নভেম্বর। রাতের অন্ধকারে বর্ণিল আলোকসজ্জা আর আতশবাজিতে আলোকিত হয়ে উঠে গুয়াংজুর পার্ল নদী। গেমসে অংশ নেওয়া দেশগুলোর আলাদা আলাদা পতাকাবাহী নৌকায় ছেয়ে যায় নদী। প্রায় ৩ ঘণ্টা ব্যাপী এ অনুষ্ঠান চলে।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিযোগীরা স্ব স্ব দেশের পতাকা নিয়ে হাজির হন অনুষ্ঠান মঞ্চে। চীনের ঐতিহ্যবাহী নাচ, গান আর লেজার রশ্বির আলোকচ্ছাটায় মুগ্ধ হয়ে অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত দশ হাজার দর্শক।

এশিয়ান গেমসে এবার অংশ নিচ্ছে ৪৫টি দেশ। ৪২ ইভেন্টে পদকের জন্য লড়াই করবে প্রায় ১০ হাজার অ্যাথলেটস।

১৯৯০ সালের বেইজিং এশিয়ান গেমসের ২০ বছর পর চীন দ্বিতীয়বারের মত এবারের এশিয়ান গেমসের আয়োজন করেছে।


বাংলাদেশ সময় : ২০৫৭ ঘন্টা, নভেম্বর ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।