ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

সিদ্দিকুরের খেলায় বাগড়া দিলো আবহাওয়া

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১০
সিদ্দিকুরের খেলায় বাগড়া দিলো আবহাওয়া

ঢাকা: খারাপ আবহাওয়ার কারণে সিঙ্গাপুর ওপেনের দ্বিতীয় দিনের নির্ধারিত খেলা (১৮ হোল) শেষ করতে পারেননি ব্রুনাই ওপেনজয়ী বাংলাদেশ তারকা সিদ্দিকুর রহমান। তবে পারের চেয়ে দুই শট কম খেলে ১৪টি হোলের খেলা শেষ করেছেন।

ফলে দুই দিনে পারের চেয়ে মোট ৬ শট কম খেলেছেন সিদ্দিকুর।

আগের দিনের মতো প্রতিযোগিতার দ্বিতীয় দিনেও ছিলো বৃস্টির হাঁনা। স্বল্প আলো ও বিদ্যুৎ চমকের কারণে দিনের খেলা বন্ধ হওয়ার আগে সঠিক লক্ষ্যপানেই এগিয়ে যাচ্ছিলেন সিদ্দিকুর। নির্ধারিত শটেই প্রথম দুটি গর্তে বল ফেলেন তিনি। দিনে একবার মাত্র দুভার্গ্য দেখা দেয় তার। তৃতীয় গর্তে বল ফেলতে পারের (৪) চেয়ে এক শট বেশি (বগি) প্রয়োজন হয়।

তবে চতুর্থ গর্তে বল ফেলতে নির্ধারিত পাঁচ শটের চেয়ে এক শট কম (বার্ডি) নিয়ে ঘুরে দাঁড়ান এই বাংলাদেশ তারকা। ১৪তম গর্তের খেলা শেষ হওয়ার আগে আরো দুবার বার্ডি আদায় করে তিনি। নবম ও দশমতম গর্তে নির্ধারিত চার শটের চেয়ে এক শট করে কম খেলেন ২৬ বছর বয়সী এই গলফার। তৃতীয় দিনে শেষ চার হোলের খেলা শেষ করতে হবে তাকে।

দ্বিতীয় দিনে নিজের পারফরমেন্স সম্পর্কে সিদ্দিকুর বলেন,‘‘অনেকবার আমি বার্ডির সুযোগ হাতছাড়া করেছি। পারের চেয়ে এক শট কমে অনেকবারই বল গর্তের মাত্র ১০ ফুটের মধ্যে এনেছি। তবু পারের চেয়ে ৬ শট কমে খেলতে পেরেছি এটাতেই সন্তুষ্ট আমি। আশা করছি এভাবেই বাকি দিনগুলো খেলতে পারবো। ”

প্রতিযোগিতায় দুই দিনের খেলা শেষে শীর্ষে আছেন আগের দুই আসরের চ্যাম্পিয়ন (২০০৫-’০৬) অস্ট্রেলিয়ার অ্যাডাম স্কট। দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ১২ শট কম খেলেছেন তিনি।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘন্টা, নভেম্বর ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।