ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

স্মিথের শতক, বড় স্কোরের পথে দ. আফ্রিকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১০
স্মিথের শতক, বড় স্কোরের পথে দ. আফ্রিকা

দুবাই: উদ্বোধনী ব্যাটসম্যান গ্রায়েম স্মিথের শতকের সুবাদে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে বড় স্কোরের পথে এগুচ্ছে দক্ষিণ আফ্রিকা। শুক্রবার প্রথম ইনিংসে তিন উইকেট হারিয়ে প্রোটিয়াসদের সংগ্রহ ৩১১ রান।

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ৩১১/৩ (৮৯.৩ ওভার)

টস জিতে ব্যাট করতে নামেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার গ্রায়েম স্মিথ ও অ্যালভিরো পিটারসেন। উদ্বোধনী জুটি ভাঙ্গে ১৫৩ রানের মাথায়। আব্দুর রেহমানের বলে ক্যাচ আউট হন পিটারসেন (৬৭)। টেস্টে ২২তম শতক পূর্ণ করে (১০০) বিদায় নেন অধিনায়ক স্মিথও। আটটি চারের মারের ছিলো তার ইনিংসে।

অবশ্য পরে হাশিম আমলার (৮০) উইকেটটি হারিয়ে দিন শেষ করে প্রোটিয়াসরা। ৫৩ রানে অপরাজিত আছেন জ্যাক ক্যালিস। উইকেটে থাকা অপর ব্যাটসম্যান পল হ্যারিসের সংগ্রহ শূন্য।

দুটি উইকেট নেন ওয়াহাব রিয়াজ। এজন্য তিনি খরচ করেন ১৮ রান। এছাড়া একটি নেন আব্দুর রেহমান।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘন্টা, নভেম্বর ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।