ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

ক্রিকেট লিগের ফাইনালে ঢাকা ও বরিশাল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১০
ক্রিকেট লিগের ফাইনালে ঢাকা ও বরিশাল

ঢাকা: দ্বাদশ জাতীয় ক্রিকেট লিগের ফাইনালে উঠেছে ঢাকা ও বরিশাল বিভাগ। শুক্রবার দ্বিতীয় পর্বের শেষ ম্যাচে ঢাকা ৭৯ রানে হারিয়েছে বরিশালকে।

দিনের অপর ম্যাচে খুলনার বিরুদ্ধে ছয় উইকেটে জয় পেয়েছে রাজশাহী।

দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে তিন দলের (ঢাকা, বরিশাল ও রাজশাহী) পয়েন্ট সমান হলেও হেড টু হেডে এগিয়ে থাকায় ফাইনাল নিশ্চিত করে ঢাকা ও বরিশাল।

শাহারিয়ার নাফিসের বরিশালকে ৭৯ রানে হারিয়ে লিগে পঞ্চম জয় তুলে নেয় মোহ্ম্মাদ শরীফের ঢাকা। এই জয়ের ফলে সমান পয়েন্ট হওয়া সত্ত্বেও হেড টু হেডে বরিশালকে পেছনে ফেলে ঢাকা। অন্যদিকে রাজশাহীর বিপক্ষে হেড টু হেডে জয় পাওয়ায় ঢাকার সঙ্গী হয়েছে বরিশাল।

ঢাকা ইনিংস: ২৪২/১০ (৪৯ ওভার)
বরিশাল ইনিংস: ১৬৩/১০ (৪০.১ ওভার)
ফল: ঢাকা ৭৯ রানে জয়ী

মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে শুভগত হোম ও সামসুর রহমান শুভর জোড়া অর্ধশতকে ভর করে ৪৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪২ রান সংগ্রহ করে ঢাকা।

শুভাগত ও সামসুর প্রত্যেকেই ৫৪ রান করে সংগ্রহ করেন। এছাড়া রনি তালুকদার ৩৭ ও মোহাম্মদ আশরাফুল করেন ৩৬ রান।

বরিশালের পক্ষে আসিফ আহাম্মেদ রাতুল, সোহাগ গাজী ও কামরুল ইসলাম রাব্বি প্রত্যেকেই তিনটি করে উইকেট দখল করেন।

জবাবে ব্যাট করতে নেমে ৪০.১ ওভারে মাত্র ১৬৩ রানেই গুটিয়ে যায় বরিশাল।

দলের পক্ষে রাতুল সর্বোচ্চ ৪৪ রান করেন। এছাড়া ফজলে রাব্বি করেন ৩০ রান।  

মাহামুদুল্লাহ রিয়াদ ও শাহাদাত হোসেন রাজীব তিনটি করে উইকেট দখল করে বরিশালের ইনিংসে ধস নামান।

খুলনা ইনিংস: ১১৮/১০ (৩১.২ ওভার)
রাজশাহী ইনিংস: ১২৪/৪ (২৮ ওভার)
ফল: রাজশাহী ৬ উইকেটে জয়ী

ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে দিনের অপর ম্যাচে জাতীয় দলের দুই স্পিনার সোহরাওয়ার্দী শুভ ও নাঈম ইসলামের স্পিনে ৩১. ২ ওভারে মাত্র ১১৮ রানেই গুটিয়ে যায় খুলনার ইনিংস।

উদ্বোধনী ব্যাটসম্যান মিথুন সর্বোচ্চ ৫৪ রান করেন। রাজশাহীর পক্ষে শুভ ও নাঈম চারটি করে উইকেট নেন। এছাড়া সাকলাইন সজীব নেন দুটি উইকেট।

জবাবে ২৮.৪ ওভারে মাত্র চার উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায় রাজশাহী। জুনায়েদ সিদ্দিকী ৪৭ ও সোহরাওয়ার্দী শুভ ৩৪ রান করেন।

ইমরুল কায়েস ও আব্দুর রাজ্জাক দুইটি করে উইকেট নেন।

বাংলাদেশ সময়: ২০২০ ঘন্টা, নভেম্বর ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad