ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

ডিআরইউ ক্রিকেটে চ্যাম্পিয়ন ডেইলি স্টার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১০
ডিআরইউ ক্রিকেটে চ্যাম্পিয়ন ডেইলি স্টার

ঢাকা: ডিআরইউ- পেপসি মিডিয়া ক্রিকেট ২০১০-এর শিরোপা জিতেছে ডেইলি স্টার। শুক্রবার প্রতিযোগিতার ফাইনালে তারা ৪৫ রানে হারায় ডেসটিনিকে।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নাজমুল আলম ও একে আজাদের ব্যাটিংয়ে ভর করে ডেইলি স্টার এক উইকেটে ৯৫ রান সংগ্রহ করে।

দুই অপরাজিত ব্যাটসম্যান নাজমুল ৩২ ও একে আজাদ ৩৩ রান করেন।

জবাবে আজাদের মারাত্মক বোলিংয়ে ৫০ রানে গুটিয়ে যায় ডেসটিনির ইনিংস। আসিফ ইকবাল দলের পক্ষে সর্বোচ্চ ১৪ রান করেন।

আজাদ সাত রান দিয়ে নেন তিনটি উইকেট।

ম্যাচ সেরার পুরস্কার জেতেন ডেইলি স্টারের একে আজাদ। টুর্নামেন্ট সেরা হন একই দলের নাজমুল আলম।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শিরিন শারমিন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন ডিআরইউ’র সভাপতি শামিম আহমদ, সাধারন সম্পাদক পথিক সাহা, ক্রীড়া সম্পাদক একেএম কামরুজ্জামান হিরুসহ স্পন্সর প্রতিষ্ঠান ও টুর্নামেন্ট কমিটির  কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘন্টা, নভেম্বর ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।