ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

হায়দারের বিদায় সত্ত্বেও দলের মনোবল ভালো: কোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১০
হায়দারের বিদায় সত্ত্বেও দলের মনোবল ভালো: কোচ

দুবাই: স্পট ফিক্সিং, ঘন ঘন অধিনায়ক পবির্তন বা টানা হারের ঘটনায় এমনিতে টালমাটাল অবস্থা পাকিস্তান ক্রিকেট দলের। এরই মধ্যে ২৪ বছর বয়সী উইকেটরক্ষক জুলকারনাইন হায়দার অজ্ঞাত বাজিকরদের কাছ থেকে প্রাণনাশের হুমকি পেয়ে অবসর নিয়ে নিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে।

এতো ঘটনার পরও কোচ ওয়াকার ইউনুস মনে করেন, পাকিস্তান দলের মনোবল অনেক ভালো।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন,“খেলোয়াড়দের আত্মবিশ্বাস বেশ ভালো। গত চার-পাঁচ মাসের মধ্যে কি ঘটেছে সেটা কোনো বিষয় নয়। কেননা আমরা প্রত্যেকেই পেশাদার। ”

শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামছে পাকিস্তান। এ বিষয়ে কোচ বলেন,“দলটি বেশ ভালো। ম্যাচে পারফরমেন্স করতে পারলে আমরা ভালো অবস্থায় থাকব। ”

কোচের সঙ্গে সুর মিলিয়ে টেস্ট অধিনায়ক মিসবাহ উল হক বলেন,“আমার মনে হয়, হায়াদরের বিদায়টা এখন কেবলই অতীত। ”

বাংলাদেশস সময়: ২০৫৯ ঘন্টা, নভেম্বর ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।