ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

ডিআরইউ ক্রিকেটের ফাইনালে ডেইলি স্টার ও ডেসটিনি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১০

ঢাকা: ডিআরইউ- পেপসি মিডিয়া ক্রিকেটের ফাইনালে উঠেছে ডেইলি স্টার ও ডেসটিনি।

বৃহস্পতিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে ডেইলি স্টার তিন উইকেটে গতবারের চ্যাম্পিয়ন চ্যানেল আইকে হারায়।

আগে ব্যাট করে চ্যানেলআই তিন উইকেটে ৬৮ রান করে। জবাবে ডেইলি স্টার দুই উইকেট হারিয়ে জয়ের ল্েয পৌঁছায়।

অপর সেমিফাইনাল ম্যাচে যুগান্তর আগে ব্যাট করে পাঁচ উইকেটে ৫৩ রান করে। জবাবে ডেসটিনি কোনো উইকেট না হারিয়ে পৌঁছায় জয়ের বন্দরে। ম্যাচ সেরার পুরস্কার জেতেন ডেসটিনির আজিজুল ইসলাম মামুন।

বিভিন্ন ম্যাচের সেরা খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন ডিআরইউ’র সাধারন সম্পাদক পথিক সাহা এবং ট্রান্সকম বেভারেজ লিমিটেডের মার্কেট ডেভেলপম্যান্ট ম্যানেজার আরিফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব আলতাফ মাহমুদ, ডেসটিনির নির্বাহী সম্পাদক ফয়ছাল মাহমুদ, যুগান্তরের চিফ রিপোর্টার রফিকুল ইসলাম রতন এবং ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক একেএম কামরুজ্জামান হিরু।

শুক্রবার সকাল সাড়ে ১০ টায় একই ভেন্যুতে হবে প্রতিযোগিতার ফাইনাল।  

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘন্টা, নভেম্বর ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।