ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

সিঙ্গাপুর ওপেনেও শুভ সূচনা সিদ্দিকুরের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১০
সিঙ্গাপুর ওপেনেও শুভ সূচনা সিদ্দিকুরের

ঢাকা: সিঙ্গাপুর ওপেনের প্রথম পর্বের খেলায় পারের চেয়ে চার শট কম খেলে শুভ সূচনা করেছেন সিদ্দিকুর রহমান। তবে পারের চেয়ে আট শট কম খেলে প্রথম দিনে আরো দুজনের সঙ্গে শীর্ষস্থানে আছেন ইংল্যান্ডের ক্রিস উড।

বৃষ্টি বিঘিœত ম্যাচে দিনের শুরুটা ভালো হয়নি সিদ্দিকের। দিনের প্রথম হোলেই বগি (পারের চেয়ে বেশি শট) পান তিনি। বল গর্তে ফেলতে ৪ শটের পারের চেয়ে এক শট বেশি নেন সিদ্দিক। পরের হোলে পারে বল গর্তে ফেলেন তিনি। তবে তৃতীয় ও চতুর্থ হোলে দুটিতেই বার্ডি (পারের চেয়ে কম শট) পান তিনি।

দিনের ১৮ হোলের খেলায় এরপর শুধু নবম হোলে বগি পান সিদ্দিক। তবে বার্ডি পেয়েছেন আরো চারবার। ষষ্ঠ, দশম, বার ও আঠারতম হোলে বার্ডি পান তিনি। বাকিগুলো হোলে পার অনুযায়ীই বল গর্তে ফেলতে সক্ষম হন তিনি।

প্রথম পর্বের খেলায় ৭১ শটের চেয়ে চার শট কম (৬৭ শট) নিয়ে ২৫তম স্থান অর্জন করেন তিনি। তবে ১২জন খেলোয়াড় আন্ডার পার ফোর থাকায় সিরিয়ালে সিদ্দিকের অবস্থান ৩১তম।

র‌্যাঙ্কিংয়ের চতুর্থ সেরা ফিল মিকেলসনও আন্ডার পার ফোর করে সিদ্দিকদের কাতারে রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘন্টা, নভেম্বর ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।