ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

সুয়ারেজ একম্যাচ নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, জুলাই ৩, ২০১০
সুয়ারেজ একম্যাচ নিষিদ্ধ

জোহনেসবার্গ: উরুগুয়ের ফরওয়ার্ড লুইস সুয়ারেজের শাস্তি এক ম্যাচেই সীমিত রেখেছে ফিফার শৃঙ্খলা কমিটি।
 
গোললাইন থেকে হাত দিয়ে বল ফিরিয়ে ঘানাকে জয় বঞ্চিত করায় উরুগুয়ের এ ফরওয়ার্ডের শাস্তি বাড়তে পারে এমন ইঙ্গিত দিয়েছিলেন ফিফার শৃঙ্খলা কমিটির কর্মকর্তারা।

নিজেদের মধ্যে আলোচনায়ও বসেছিলেন তারা। শেষে সর্বসম্মতিতে সিদ্ধান্ত হয় শুধু সেমিফাইনালেই নিষিদ্ধ হবেন লাতিন এ ফুটবলার।

এ ব্যাপারে সুয়ারেজ বলেন,“বিশ্বকাপে টিকে থাকার জন্য এছাড়া অন্য কোন পথ খোলা ছিলো না। আমি “হ্যান্ড অব গড” দিয়ে তাই করেছি। ”

তিনি বলেন,“১৯৮৬ সালে দিয়েগো ম্যারাডোনাও ইংল্যান্ডের বিপক্ষে হাত দিয়ে গোল করেছিলেন। সে ম্যাচ জিতে আর্জেন্টিনা শিরোপা জিতেছিলো। আমি দলের উপকারই করেছি। ”

বাংলাদেশ সময়: ০৫০২ ঘন্টা, জুলাই ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।