ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

পদত্যাগ করতে পারেন ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, জুলাই ৩, ২০১০
পদত্যাগ করতে পারেন ম্যারাডোনা

কেপটাউন: কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন দিয়েগো ম্যারাডোনা। নিজের ভবিষ্যত সম্পর্কে ভাবতে একটু সময় নিচ্ছেন জীবন্ত এ কিংবদন্তি।



শনিবার খেলা পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন,“আগে খুঁজে দেখব কি হয়েছে। এখনই কোন সিদ্ধান্তে যাচ্ছি না। এ নিয়ে পরিবার ও খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করব। এরকম অনেক বিষয়ই আমাকে দেখতে হবে। ”

১৯৯৪ বিশ্বকাপে দুই ম্যাচ খেলার পরই শেষ হয়ে গিয়েছিলো ম্যারাডোনার আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ার। কিন্তু আনুষ্ঠানিক অবসর নিয়েছিলেন ৩৭তম জন্মদিনে ১৯৯৭ সালে। ৪৯ বছর বয়সী ম্যারাডোনা কোচের দায়িত্ব পান ২০০৮ সালের নভেম্বরে মাদকাসক্ত থেকে ফিরে আসায়।

তাঁর দল খুঁড়িয়ে খুঁড়িয় বাছাই পর্ব পার হলেও বিশ্বকাপে দারুণ খেলছিলো। গ্রুপ ম্যাচে টানা জয়। শীর্ষ ১৬’র ম্যাচে অজেয়। কিন্তু কোয়ার্টার ফাইনালে এসেই জার্মানির কাছে ধরাশায়ী হতে হয়।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘন্টা, জুলাই ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।