ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

আর্জেন্টিনার বিপক্ষে ৪-০ গোলে এগিয়ে জার্মানি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৯ ঘণ্টা, জুলাই ৩, ২০১০
আর্জেন্টিনার বিপক্ষে ৪-০ গোলে এগিয়ে জার্মানি

কেপটাউন: কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ৪-০ গোলে এগিয়ে জার্মানি। গোল করেন মুলার, কোসা ও আর্নে ফ্রেডরিখ।



বাম দিক থেকে বাস্টিয়ান শোয়ানস্টাইগারের নেওয়া ফি কিক থেকে বাক নেওয়া বলে হেডে নিশানা ভেদ করেন মুলার। বিশ্বকাপে এটি তার চতুর্থ গোল।

আর্জেন্টিনার গঞ্জালো হিগুয়েন, স্লোভাকিয়ার রবার্ট ভিতেক, স্পেনের ডেভিড ভিয়া ও নেদারল্যান্ডসের ওয়েসলি স্নাইডারের সঙ্গে গোল্ডেন বুটের অন্যতম দাবিদার তিনিও।

আর্জোন্টাইন কোচ ম্যারাডোনাকে মোক্ষম জবাব দিলেন এই জার্মান স্ট্রাইকার। মুলারকে ‘বলবয়’ বলেছিলেন ম্যারাডোনা।     

শুরুটা দারুণ হয়েছে তিনবারের চ্যাম্পিয়নদের। গোল পেয়ে বেশ উজ্জীবিত। পালা করে আক্রমণ থেকে আরো কয়েকবার আর্জেন্টিনাকে বিপদের মুখে ঠেলে দিতে সক্ষম হয় থমাস মুলাররা।

হতাশ হয়ে পড়েনি আর্জেন্টিনা। মেসি-তেভেসরা মিলে চেষ্টা করছেন পরিকল্পিত আক্রমণের। দু’একবার সম্ভাবনাও জাগিয়েছে দলটি।

৯ মিনিটে মেসি-তেভেসের পরিকল্পিত আক্রমণ ছিলো। কিন্তু জার্মান রক্ষণ শিবির প্রস্তুত থাকায় গোলের সুযোগ তৈরি হয়নি।

১৩ মিনিটে ১৮ গজ দূর থেকে লুকাস পোডলস্কি গোলে শট নিয়েছিলেন। তখনো গুছিয়ে উঠতে পারেনি আর্জেন্টিনা।

৩৩ মিনিটে গোলে কিক নিয়েছিলেন গঞ্জালো হিগুয়েন। কিন্তু গোলরক্ষক ম্যানুয়েল নিউআর সহজেই বলের নিয়ন্ত্রণ নেন।  

৩৭ মিনিটে কার্লোস তেভেস বল জালে পাঠিয়েছিলেন। কিন্তু অফসাইড। একা তেভস নয়। আক্রমণের তিনজনকে ফাঁদে ফেলেন জার্মান ডিফেন্ডাররা।

৩৯ মিনিটে জার্মানদের ঝটিকা আক্রমণ। বক্সের ওপর থেকে লুকাস পোডলস্কির বাঁ পায়ের জোড়ালো শট সাইড বারের পাশ দিয়ে বেরিয়ে যায়।

৪১ মিনিটে অজিলের শট ক্রস বারের ওপর দিয়ে চলে যায় সীমানার বাইরে।

বিরতির ঠিক আগে মুলারের অসাধারণ এক শট কর্নারের বিনিময়ে বিপদ মুক্ত করে আর্জেন্টিনা।

৪৮ মিনিটে জার্মান সীমানায় ডি মারিয়ার লক্ষ্যভ্রষ্ট শট।

৫৪ মিনিটে বাম দিক থেকে ডি মারিয়ার ক্রস তেকে সাইভলি নিয়েছিলেন তেভেস। কিন্তু জার্মান ডিফেন্ডারের মুখে লেগে বল চলে যায় বাইরে।  

৬২ মিনেট তেভেসের শট সরাসরি গোলরক্ষক ম্যানুয়েল নিউআরের হাতে।
 
একচেটিয়া বলের নিয়ন্ত্রণে রাখলেও সমতায় ফেরার সুযোগ কাজে লাগাতে পারেনি আর্জেন্টিনা। কিন্তু জার্মান রক্ষণদুর্গ ভেদ করা মোটেও সহজ ছিলো না।  

৬৩ মিনিটে জার্মানের বক্সে হিগুয়েনের উদ্দেশে বল ফেলে মিডফিল্ড থেকে। প্রস্তুত ছিলেন জার্মান ডিফেন্ডাররা।

৬৮ মিনিটে মিরোস্লাভ কোসা দলের ব্যবধান নিয়ে যান ২-০ গোলে। লুকাস পোডলস্কির পাস থেকে লক্ষ্যভেদ করেন তিনি।

৭৪ মিনিটে জার্মানির তৃতীয়। গোল করেন আর্নে ফ্রেডরিখ। বাস্টিয়েন শোয়ানস্টাইগারের পাস থেকে বল জালে পাঠান তিনি।

আর্জেন্টিনা একাদশ: সার্জিও রোমেরো,নিকোলাস ওটামেন্দি, মার্টিন ডেমিছেলিস, নিকোলাস বার্দিসো, গ্যাব্রিয়েল হেইঞ্জ, ম্যাক্সিরড্রিগুয়েজ, হ্যাভিয়ের মাসচেরানো, লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, কার্লোস তেভেস, গঞ্জালো হিগুয়েন।

জার্মানি একাদশ: ম্যানুয়েল নিউয়ার, ফিলিপ লাম, পির মার্তেসেকার, আর্নে ফ্রেডরিখ, জেরোমে বোয়াটেং, থমাস মুয়েলার, সামি খেদিরা, মেসুত ওজিল, বাস্তিয়ান শোয়েনস্টেইগার, লুকাস পোডলস্কি, মিরোস্লাভ কোসা।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘন্টা, জুলাই ০৩, ২০১০
আর্জেন্টিনার বিপক্ষে ৪-০ গোলে এগিয়ে জার্মানি

স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডি

কেপটাউন: কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ৪-০ গোলে এগিয়ে জার্মানি। গোল করেন মুলার, কোসা ও আর্নে ফ্রেডরিখ।


বাম দিক থেকে বাস্টিয়ান শোয়ানস্টাইগারের নেওয়া ফি কিক থেকে বাক নেওয়া বলে হেডে নিশানা ভেদ করেন মুলার। বিশ্বকাপে এটি তার চতুর্থ গোল।

আর্জেন্টিনার গঞ্জালো হিগুয়েন, স্লোভাকিয়ার রবার্ট ভিতেক, স্পেনের ডেভিড ভিয়া ও নেদারল্যান্ডসের ওয়েসলি স্নাইডারের সঙ্গে গোল্ডেন বুটের অন্যতম দাবিদার তিনিও।

আর্জোন্টাইন কোচ ম্যারাডোনাকে মোক্ষম জবাব দিলেন এই জার্মান স্ট্রাইকার। মুলারকে ‘বলবয়’ বলেছিলেন ম্যারাডোনা।     

শুরুটা দারুণ হয়েছে তিনবারের চ্যাম্পিয়নদের। গোল পেয়ে বেশ উজ্জীবিত। পালা করে আক্রমণ থেকে আরো কয়েকবার আর্জেন্টিনাকে বিপদের মুখে ঠেলে দিতে সক্ষম হয় থমাস মুলাররা।

হতাশ হয়ে পড়েনি আর্জেন্টিনা। মেসি-তেভেসরা মিলে চেষ্টা করছেন পরিকল্পিত আক্রমণের। দু’একবার সম্ভাবনাও জাগিয়েছে দলটি।

৯ মিনিটে মেসি-তেভেসের পরিকল্পিত আক্রমণ ছিলো। কিন্তু জার্মান রক্ষণ শিবির প্রস্তুত থাকায় গোলের সুযোগ তৈরি হয়নি।

১৩ মিনিটে ১৮ গজ দূর থেকে লুকাস পোডলস্কি গোলে শট নিয়েছিলেন। তখনো গুছিয়ে উঠতে পারেনি আর্জেন্টিনা।

৩৩ মিনিটে গোলে কিক নিয়েছিলেন গঞ্জালো হিগুয়েন। কিন্তু গোলরক্ষক ম্যানুয়েল নিউআর সহজেই বলের নিয়ন্ত্রণ নেন।  

৩৭ মিনিটে কার্লোস তেভেস বল জালে পাঠিয়েছিলেন। কিন্তু অফসাইড। একা তেভস নয়। আক্রমণের তিনজনকে ফাঁদে ফেলেন জার্মান ডিফেন্ডাররা।

৩৯ মিনিটে জার্মানদের ঝটিকা আক্রমণ। বক্সের ওপর থেকে লুকাস পোডলস্কির বাঁ পায়ের জোড়ালো শট সাইড বারের পাশ দিয়ে বেরিয়ে যায়।

৪১ মিনিটে অজিলের শট ক্রস বারের ওপর দিয়ে চলে যায় সীমানার বাইরে।

বিরতির ঠিক আগে মুলারের অসাধারণ এক শট কর্নারের বিনিময়ে বিপদ মুক্ত করে আর্জেন্টিনা।

৪৮ মিনিটে জার্মান সীমানায় ডি মারিয়ার লক্ষ্যভ্রষ্ট শট।

৫৪ মিনিটে বাম দিক থেকে ডি মারিয়ার ক্রস তেকে সাইভলি নিয়েছিলেন তেভেস। কিন্তু জার্মান ডিফেন্ডারের মুখে লেগে বল চলে যায় বাইরে।  

৬২ মিনেট তেভেসের শট সরাসরি গোলরক্ষক ম্যানুয়েল নিউআরের হাতে।
 
একচেটিয়া বলের নিয়ন্ত্রণে রাখলেও সমতায় ফেরার সুযোগ কাজে লাগাতে পারেনি আর্জেন্টিনা। কিন্তু জার্মান রক্ষণদুর্গ ভেদ করা মোটেও সহজ ছিলো না।  

৬৩ মিনিটে জার্মানের বক্সে হিগুয়েনের উদ্দেশে বল ফেলে মিডফিল্ড থেকে। প্রস্তুত ছিলেন জার্মান ডিফেন্ডাররা।

৬৮ মিনিটে মিরোস্লাভ কোসা দলের ব্যবধান নিয়ে যান ২-০ গোলে। লুকাস পোডলস্কির পাস থেকে লক্ষ্যভেদ করেন তিনি।

৭৪ মিনিটে জার্মানির তৃতীয়। গোল করেন আর্নে ফ্রেডরিখ। বাস্টিয়েন শোয়ানস্টাইগারের পাস থেকে বল জালে পাঠান তিনি।

আর্জেন্টিনা একাদশ: সার্জিও রোমেরো,নিকোলাস ওটামেন্দি, মার্টিন ডেমিছেলিস, নিকোলাস বার্দিসো, গ্যাব্রিয়েল হেইঞ্জ, ম্যাক্সিরড্রিগুয়েজ, হ্যাভিয়ের মাসচেরানো, লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, কার্লোস তেভেস, গঞ্জালো হিগুয়েন।

জার্মানি একাদশ: ম্যানুয়েল নিউয়ার, ফিলিপ লাম, পির মার্তেসেকার, আর্নে ফ্রেডরিখ, জেরোমে বোয়াটেং, থমাস মুয়েলার, সামি খেদিরা, মেসুত ওজিল, বাস্তিয়ান শোয়েনস্টেইগার, লুকাস পোডলস্কি, মিরোস্লাভ কোসা।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘন্টা, জুলাই ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।