ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

ব্রাজিলের হারে প্রাণ দিলেন এক সমর্থক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৯ ঘণ্টা, জুলাই ৩, ২০১০

পোর্ট ও প্রিন্স: চলন্ত গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করলেন হাইতির ১৮ বছরের এক তরুণ। প্রিয় দল ব্রাজিলের ব্যর্থতা মেনে নিতে না পারায় তার এই আত্মাহুতি।



রাজধানী পোর্ট ও প্রিন্সের কাছে নেরেত্তিতে ঘটনাটি ঘটে এএফপির এক ফটো সাংবাদিকের চোখের সামনে। প্রত্যক্ষদর্শী ওই ফটোগ্রাফার জানান,“চলন্ত গাড়ির সামনে ঝাপিয়ে পড়ার পরই মারা যায় ওই যুবক। ”

ভূমিকম্পে বিপর্যস্ত হলেও ফুটবল পাগল হাইতিয়ানরা ঠিকই খোঁজ-খবর রাখেন দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের। ব্রাজিলের সমর্থকরা ওই রাতে সফল্য আশা করেছিলেন। প্রস্তুতি নিয়ে রেখেছিলেন জয় উদযাপনের। শেষ পর্যন্ত তা বিষাদে রূপ নেয়।

জানুয়ারিতে ভূমিকম্পে লাখ লাখ মানুষের প্রাণহানির শোক আর ধ্বংস স্তুপ থেকে গুছিয়ে উঠতে হাইতি যখন আপ্রাণ চেষ্টা করছে, সেই মুহূর্তে আরো একটি মৃত্যুর ঘটনা দেশটির মানুষের জন্য দুঃখের বৈকি।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘন্টা, জুলাই ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।