ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

ফাইনালে বার্দিচের মুখোমুখি নাদাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩১ ঘণ্টা, জুলাই ৩, ২০১০

লন্ডন: উইম্বলডনে চতুর্থ বাছাই বৃটেনের অ্যান্ডি মারেকে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছেন র‌্যাঙ্কিং সেরা স্পেনের রাফায়েল নাদাল। ফাইনালে তিনি চেক প্রজাতন্ত্রের টমাস বার্দিচের মুখোমুখি হবেন।



টানা চতুর্থ ফাইনালের পথে নাদাল শুক্রবার সেমিফাইনালে ৬-৪, ৭-৬ (৮-৬) ও ৬-৪ গেমে মারেকে পরাজিত করেন।

‘‘এটা আমার জন্য খুবই ভাল একটি ম্যাচ ছিল। মারেকে হারাতে হলে সেরাটাই খেলতে হয়। এটা সবসময়েই একটি চ্যালেঞ্জ। বিশ্বের অন্যতম কঠিন প্রতিপক্ষের বিপক্ষেই জিতেছি আমি। ’’ বলেন সাতটি গ্র্যান্ড স্লাম জয়ী স্পেন তারকা।
 
উইম্বলডনে দ্বিতীয় শিরোপার জন্য রোববার সেন্ট্রাল কোর্টে নাদাল লড়বেন টুর্নামেন্টে চমক দেখানো ১২তম বাছাই চেক তারকা বার্দিচের বিপক্ষে। যিনি কোয়ার্টার ফাইনালে শীর্ষ বাছাই সুইজারল্যান্ডের রজার ফেদেরারকে এবং সেমিফাইনালে তৃতীয় সেরা সার্বিয়ার নোভাক দকোভিচকে হারিয়ে উঠেন ফাইনালে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘন্টা, জুলাই ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।