ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

শীর্ষ ষোলতে রিয়াল মাদ্রিদ, চেলসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১০
শীর্ষ ষোলতে রিয়াল মাদ্রিদ, চেলসি

রোম: ইউরোপীয় চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষ ষোলতে উঠেছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ও ইংলিশ ক্লাব চেলসি। রোমানিয়ার সিএফআর ক্লুজকে ৪-০ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে জার্মানির বায়ার্ন মিউনিখও।

গত মৌসুমে ইতালির কাব ইন্টারমিলানের হয়ে চ্যাম্পিয়ন্সলিগের শিরোপা জেতেন কোচ হোসে মরিনহো। এরপর ইন্টার ছেড়ে পাড়ি জমান রিয়াল মাদ্রিদে। এ বছর স্প্যানিশ কাবটির হয়ে এটাই তার প্রথম সান সিরোতে আসা। তবে মরিনহোর শিষ্যরা জয়ের দেখা পায়নি। বরং ২-২ গোলে ড্র করেছে স্বাগতিক এসি মিলানের সঙ্গে।

প্রথমার্ধে গঞ্জালো হিগুয়েনের গোলে এগিয়ে ছিলো সফরকারী রিয়াল মাদ্রিদ। তবে বিরতির পর অন্য রূপে ফেরে এসি মিলান। ৫৯ মিনিটে কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি রোনালদিনহোর বদলে মাঠে নামান ফরোয়ার্ড ফিলিপ্প ইনজাঘিকে। কোচের প্রত্যাশা পূরণ করেন ইতিলিয়ান স্ট্রাইকার। ৬৮ মিনিটে গোল করেন।

ইব্রাহিমোভিচের পাস থেকে জালে বল জড়ান তিনি। ৭৮ মিনিটে জোড়া গোল করে ব্যবধান বাড়ান (২-১) ইনজাঘি। অবশ্য জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি স্বাগতিকরা। অন্তিম মুহূর্তে করিম বেঞ্জামার বানিয়ে দেওয়া বল জালে পাঠিয়ে সফরকারীদের খেলায় ফেরান পেদ্রো লিওঁ, ৯০ মিনিটে। ফলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় উভয় দলকে।

রিয়াল মাদ্রিদ ড্র করলেও চেলসি ৪-১ গোলে স্পাতার্ক মস্কোকে, ফ্রান্সের অলিম্পিক মার্শেই ৭-০ তে এমএসকে জিলিনাকে, বায়ার্ন মিউনিখ ৪-০ ব্যবধানে সিএফআর ক্লুজকে এবং অজুরি ২-১ গোলে হারিয়েছে আয়াক্সকে। তবে হোঁচট খেয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। তারা ২-১ গোলে হেরেছে ইউক্রেনের শাখতার দোনেৎস্কার কাছে।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘন্টা, নভেম্বর ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।