ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

ঢাবিতে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১২

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শনিবার জগন্নাথ হল ক্রিকেট গ্রাউন্ডে শুরু হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন।



এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিকেট কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্যের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অজয় কুমার দাস।
এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শারীরিক শিক্ষা কেন্দ্রের কর্মকর্তাগণ।

দু’টি গ্রুপে মোট ৬২টি বিভাগ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ৪২ রানে উর্দু বিভাগকে পরাজিত করে।

টসে জিতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৫৩ রান সংগ্রহ করে। জবাবে উর্দু বিভাগ ৭ উইকেটে ১১১ রান করতে সমর্থ হয়।

বাংলাদেশ সময় : ১৮৫৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১২
এমএইচ/সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর; এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।