ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

এটাই বাংলাদেশের সেরা সাফল্য

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১২
এটাই বাংলাদেশের সেরা সাফল্য

ঢাকা: একটা দাবি সবাই করছেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবারের সিরিজ জয়টা আগের যে কোন সাফল্যের চেয়ে বড় প্রাপ্তি। এর পেছনে যুক্তিও  আছে, ২০০৫ সালে ভঙ্গুর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছিলো।

২০০৯ সালেও ওয়েস্ট ইন্ডিজের সেরা দল খেলেনি। ২০১০ সালে নিউজিল্যান্ডেরও সেরা একাদশকে পায়নি বাংলাদেশ। এই ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন। তাদের সেরা দলের বিপক্ষে খেলেই ওয়ানডে সিরিজটা ৩-২ এ জিতেছে।

বাঁ-পায়ের উরুর পেশিতে টান পড়ায় মাশরাফি বিন মুর্তজা পঞ্চম ওয়ানডেটা খেলতে পারেননি। কিন্তু সিরিজ জয়ের উৎসবে সবার আগে ছিলেন তিনি। তাঁর কাছেও এটাই বাংলাদেশের সেরা সাফল্য,‘এখন পর্যন্ত যা কিছু করেছি আমরা তারমধ্যে এটাই সেরা। কারণ খুব ভালো একটা দলের সঙ্গে জিতেছি। এশিয়া কাপ জিততে পারলে সেটা হতো সবচেয়ে বড় অর্জন। ’

একই কথা তামিম ইকবালেরও,‘এত প্রতিদ্বন্দ্বিতা করে আগে কোন সিরিজ জিততে হয়নি আমাদের। ’ তাঁর দৃষ্টিতে সদ্য বিশ্বকাপ জিতে আসা একটি দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতার আনন্দই অন্যরকম।

আব্দুর রাজ্জাকের দৃষ্টিতেও এটাই তাদের সেরা সাফল্য। যুক্তি দিয়ে বোঝালেনও,‘আমরা এমন একটা দলের বিপক্ষে জিতেছি যারা টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন। এই দলটি সম্প্রতি খুব ভালো ক্রিকেটও খেলছে। ’

সংবাদ সম্মেলনে গিয়ে অধিনায়ক মুশফিকুর রহিম বলেন,‘এর আগে ওয়েষ্ট ইন্ডিজে গিয়ে ওদের হোয়াইটওয়াশ করেছিলাম। এরপর ওই জয় নিয়ে অনেক কথাই বলা হয়েছিল। বলা হয়েছিল যে, তাদের দলটা দুর্বল ছিল। নিউজিল্যান্ড এখানে এসে হোয়াইটওয়াশ হয়ে যাওয়ার পর বলা হয়েছিল তারা পুরো শক্তির দল ছিল না। এবার তেমন কিছু বলার সুযোগ নেই। কারণ এখানে ওদের সব খেলোয়াড়ই ছিল। ওরা টি-টোয়েন্টির
বিশ্বচ্যাম্পিয়ন। আবার আমাদের একজন দু’জন মূল পারফরমারও দলে ছিল না। আমাদের জন্যও চ্যালেঞ্জ ছিল। সেই দৃষ্টিকোণ থেকে বলব আমাদের সবচেয়ে বড় সিরিজ জয়। ’

বাংলাদেশ সময়: ০২৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১২
এসএ/এএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।