ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

আইসিসি সভাপতি সৌজন্য সফরে ঢাকায়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১২
আইসিসি সভাপতি সৌজন্য সফরে ঢাকায়

ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’র সভাপতি এলান আইজ্যাক দুই দিনের সৌজন্য সফলে ঢাকা এসেছেন শুক্রবার রাতে। শনিবার তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এবং পরিচালকদের সঙ্গে সাক্ষাৎ করেন।



মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, একাডেমি ভবন ঘুরে দেখেন তিনি। এরপর দুপুর ১২টার দিকে সংবাদ সম্মেলনে অংশ নেন।

বাংলাদেশ দলের পাকিস্তান সফর প্রসঙ্গে তার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন,‘বিষয়টি প্রক্রিয়াধীন আছে। কোন কারণে আইসিসি যদি আম্পায়ার দিতে নাও পারে, পাকিস্তানকে অনুমতি দেওয়া আছে তাদের দেশের আম্পায়ার দিয়ে খেলা চালাতে। ’

আইসিসির সদস্য দেশের ক্রিকেট বোর্ডে নির্বাচনের বিধান রেখেছে। এমনকি স্ব স্ব দেশের ক্রিকেট বোর্ডের সভাপতিকেও নির্বাচিত হতে হবে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১২
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।