ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

নতুন হোমভেন্যুতে শুভসূচনা মুক্তিযোদ্ধার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১২

ঢাকা: নতুন হোমভেন্যু গোপালগঞ্জে শুভসূচনা করেছে মুক্তিযোদ্ধা। প্রতিপক্ষ আরামবাগকে ১-০ গোলে হারিয়ে লিগ শুরু করেছে অল রেডরা।

 

গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধেই জয়সূচক গোলটি হয়। ৩৩ মিনিটে মুক্তিযোদ্ধার নাইজেরিয়ান স্ট্রাইকার চিগোজি ডারলিংটন গোল করেন।

মুক্তিযোদ্ধা ও আরামবাগের ম্যাচ দিয়েই গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডের খেলা শেষ হয়েছে।

২১ নভেম্বর লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে। তবে বাংলাদেশ জাতীয় দল ১৭ নভেম্বর থাইল্যান্ডের ম্যাচ খেলে ২০ নভেম্বর মালয়েশিয়ার মুখোমুখি হবে। ফলে লিগের ফিকশ্চারে পরিবর্তন হতে পারে বলে বাফুফে সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১২
এএইচবি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।