ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

৩০০ হলেই জয়ের জন্য খেলবে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১২
৩০০ হলেই জয়ের জন্য খেলবে ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা: কাইরান পাওয়েল টানা দ্বিতীয় শতক পেলেও চতুর্থ দিন শেষে তার দল ওয়েস্ট ইন্ডিজ খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই। সেটা তার চোখমুখ দেখেও পরিষ্কার বোঝা যায়।

দিন শেষে তিনি সংবাদ সম্মেলনে এলেন বিমর্ষ মুখে।  তিনি যতক্ষণ সেখানে থাকলেন থম থমে একটা পরিবেশ থাকলো। যদিও ভদ্রতার খাতিরে তাকে প্রশ্নটি কেউ করেনি। তারপরেও বুঝতে বাকি থাকেনি কতটা চাপে আছে ওয়েস্ট ইন্ডিজ।

যদিও পাওয়েল বলে গেলেন,‘আমি মনে করি এখনও আমরা ভালো জায়গায় আছি। কাল যদি ৩০০ রানে যেতে পারি তাহলে জয়ের জন্য যাবো। তা না হলেও চেষ্টা করবো গেমটা বাঁচাতে। ’

ক্যারিবীয়া এই ক্রিকেটার জানান,‘আমাদের প্রথম সেশন পার করতে হবে। যদি সেটা পারি তাহলে তাদের ওপর চাপ তৈরি করতে পারবো। ’

বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে করেছে ৫৫৬ রান। লিড পেয়েছে ২৯ রানের। চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছয় উইকেটে ২৪৪ রান। লিড বাদ দিলে তারা এগিয়ে আছে ২১৫ রানে। শেষ এক সেশনে তারা হারিয়েছে পাঁচ ব্যাটসম্যানকে। দিনের শেষ ওভারের পঞ্চম বলে সোহাগ গাজীর বলে এলবিডব্লু হয়েছে বিরাসামি পেরমল। উইকেটের এমন আচরণ সম্পর্কে পাওয়েল বলছিলেন,‘শেষ দিকে বল কিছুটা থেমে আসছিলো। অতিরিক্ত বাউন্স এবং ময়েশ্চার থাকায় আমাদের জন্য শট খেলা কঠিন হয়ে যাচ্ছিলো। ’

ওয়েস্ট ইন্ডিজের স্বস্তির কারণ তাদের অভিজ্ঞ ব্যাটসম্যান শিবনারায়ন চন্দরপল এখনও আছেন। যদিও শারীরিক অসুস্থতার জন্য শুক্রবার ব্যাটিংয়ে যাননি। শনিবার অষ্টম ব্যাটসম্যান হিসেবে নামতে পারলে পরিস্থিতি অন্য রকমও হতে পারে। ক্যারিবীয়ান ওপেনারের মতে,‘আমাদের হাতে এখনও যথেষ্ট সময় আছে। আগেও বলেছি আমাদেরকে প্রথম সেশনটা ব্যাট করতে হবে। যদি ৩০০ রান হয়ে যায় এবং আমরা নিরাপদ জায়গায় পৌঁছে যাই তাহলে তাদের ওপর চাপ তৈরি করতে পারবো। ’

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১২
এসএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।