ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

ভেস্তে গেছে নাসিরের সব আয়োজন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১২
ভেস্তে গেছে নাসিরের সব আয়োজন

ঢাকা: শতক উদযাপনের প্রস্তুতি নিয়ে রেখেছিলেন নাসির হোসেন। দুর্বার গতিতে পৌঁছে গেলেন লক্ষ্যের খুব কাছে।

৯৬ রানে একটি ভুলে শতক বঞ্চিত হলেন। এযাত্রায় শতক উদযাপন করা হলো না। ভবিষ্যতের দিকে তাকি থাকতে হচ্ছে তাকে।

কি করতে চেয়েছিলেন তা আর বললেন না নাসির। শুধু জানালেন টিনো বেস্টের ওই বলটিকে কি করতে চেয়েছিলেন,‘সম্ভবত ওভারের শেষ বল ছিলো। আমি একরানের জন্য খেলেছিলাম। সেঞ্চুরি করতে কপাল লাগে। কপালে ছিলো না আর কি করা। ’

শুক্রবার নাসির তার সেরা টেস্ট ইনিংস খেলেছেন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ১১ মাস আগে এই মাঠেই পাকিস্তানের বিপক্ষে ৭৯ রানের একটি ইনিংস খেলেছেন। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই টেস্ট অভিষেক হয় ডানহাতি এই ব্যাটসম্যানের। সেই থেকে পাঁচ টেস্টে আট ইনিংস ব্যাট করে ৩০৫ রান করেছেন। দুটি অর্ধশতক থাকলেও শতকের ঘরটা ফাঁকা পড়ে আছে।      

জাতীয় লিগে ওপরের দিকে খেললেও জাতীয় দলে নাসিরের জায়গা সাত নম্বরে। এই পজিশন থেকে বেশির ভাগ সময় বড় ইনিংস খেলাটাও কঠিন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এমন একটি ভালো ইনিংস খেলার জন্য আগে থেকে তৈরি হচ্ছিলেন ২২ বছর বয়সী এই ক্রিকেটার,‘প্র্যাকটিসের আগে কোচকে আমি বলেছিলাম যেহেতু সাতে ব্যাটিং করবো, আমাকে হয়তো নতুন বলে খেলতে হতে পারে। কোচ আমাকে নতুন বলে ব্যাটিং করিয়েছেন। আমি আগে থেকেই প্রস্তুত ছিলাম। আমার পরিকল্পনা ছিলো শেষ উইকেট না আসা পর্যন্ত স্বাভাবিক খেলা চালিয়ে যাবো। শেষ উইকেটে এসে একটু মেরে খেলবো। ’

ওয়েস্ট ইন্ডিজ তাদের দ্বিতীয় ইনিংসে ২৪৪ রান তুলতে ছয় উইকেটে। বাংলাদেশের লিড বাদ দিয়ে ২১৫ রানে এগিয়ে আছে। পঞ্চম ও শেষদিন সকালে বাকি চার উইকেট ফেলে দিতে পারলে একটা ঝুকি নেওয়া যাবে। এ সম্পর্কে নাসির জানালেন,‘আমরা মোটামুটি একটা ভালো পজিশনে আছি। কাল যদি তাদেরকে প্রথম এক ঘণ্টা বা ২০/২৫ ওভারে অলআউট করতে পারি, তাহলে হয়তো চেজ করার মতো একটা ইনিংস পাবো। তখন টিম মিটিংয়ে একটা সিদ্ধান্ত হবে আমরা কি করবো। ’

নাসির এবং মাহমুদউল্লাহ সপ্তম উইকেটে ১২১ এবং নবম উইকেট সাহাদাতের সঙ্গে ৬১ রান যোগ করেন দলের ইনিংসে। তারও আগে সাকিব-নাঈম জুটিতে এসেছে ১৬৭ রান। একটি শতক এবং চারটি অর্ধশতও হয়েছে। নাসির তাদের ইনিংসটি সম্পর্কে বলছিলেন,‘আমরা সবাই খুব ভালো ব্যাটিং করায় এই স্কোরটা করা সম্ভব হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১২
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।