ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

খেলা

আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১২

ঢাকা: বাংলাদেশসহ ১৯ দেশের ৮২ জন বালক ও ২৬ জন বালিকা খেলোয়াড় নিয়ে শনিবার শুরু হচ্ছে ফোকাল পয়েন্ট ২৬তম বাংলাদেশ আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ। এ আসরটি আইটিএফ জুনিয়র ওয়ার্ল্ড র‌্যাংকিং গ্রুপ-৫ এর প্রতিযোগিতা।

প্রতিযোগিতার বালক বিভাগে শীর্ষবাছাই অস্ট্রেলিয়ার থমাস ফেনকাট। তার আইটিএফ জুনিয়র র‌্যাংকিং ৬১১। অন্যদিকে বালিকা বিভাগে শীর্ষ বাছাই হংকংয়ের কা মান কারিনা মা। তার আইটিএফ জুনিয়র র‌্যাংকিং ৩১৮।
বাংলাদেশ থেকে ২০ জন বালক ও ৬ জন বালিকা প্রতিযোগিতায় অংশ নেবে।

এ টুর্নামেন্টের সম্ভাব্য খরচ ধরা হয়েছে ছয় লাখ টাকা। এরমধ্যে প্রতিযোগিতার স্পনসর ফোকাল পয়েন্ট দিচ্ছে তিন লাখ টাকা। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রহমান।

বাংলাদেশশ সময়: ২০৫৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১২
এএইচবি/সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।