ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

বিওএ’র নির্বাচনের মনোনয়ন বিক্রি শুরু

স্পোর্টস রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১২

ঢাকা: বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)’র নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার প্রথমদিন সরকার দলীয় সমর্থনপুষ্ট সংগঠকরা ৪৪টি মনোনয়নপত্র কিনেছেন।

সবমিলিয়ে প্রথম দিনে মনোনয়নপত্র বিক্রি হয়েছে ৪৮টি।

মনোনয়নপত্র ক্রয়কারীদের মধ্যে উল্লেখযোগ্য সংগঠকরা হলেন ক্রীড়া সংগঠক বিওএ’র সাবেক সহ-সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু, বাফুফে সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, ক্রিকেট বোর্ডের পরিচালক দেওয়ান শফিউল আরেফিন টুটুল, বাফুফের সহ-সভাপতি বাদল রায়, সাইক্লিং ফেডারেশনের সভাপতি মিজানুর রহমান মানু, সাধারণ সম্পাদক এসএম ইমতিয়াজ বাবুল, হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি নুরুল ফজল বুলবুল, সদস্য সৈয়দ শাহেদ রেজা, বাস্কেটবল ফেডারেশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এমপি, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী রাফিয়া আক্তার ডলি, সাধারণ সম্পাদক কামরুন নাহার ডানা, জিমন্যাস্টিকস ফেডারেশনের সভাপতি শেখ বশির আহমেদ, তায়কোয়ান্দোর সভাপতি কাজী মোরশেদ কামাল, সাবেক তারকা ফুটবলার হাসানুজ্জামান খান বাবলু, ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, রোয়িংয়ের সাধারণ সম্পাদক আবদুল আউয়াল মজনু, আরর্চারির কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল, তায়কোয়ান্দো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা, জিমন্যাস্টিকসের আহমেদুল বাবুল, শুটিংয়ের ইন্তেখাবুল হামিদ অপু, সুইমিংয়ের মাহবুবুর রহমান শাহীন, কুস্তির তাবিউর রহমান পালোয়ান। রিজিওনাল অলিম্পিক কোটায় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইউসুফ জামিল বাবু, কুতুবউদ্দিন আকসির, মোস্তফা রশিদী দারা। এছাড়া বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ দু’টি এবং বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি এসএম আলী কবির ও সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস একটি করে মনোনয়নপত্র কেনেন।

২১ নভেম্বর মনোনয়নপত্র জমার দেয়ার শেষদিন। যাচাই-বাছাই, আপত্তি ও শুনানী প্রক্রিয়া শেষে নির্বাচন হবে ২৯ নবেম্বর। বিওএ’র কার্যনির্বাহী কমিটির পদ ৩৭টি। সভাপতি, মহাসচিব, কোষাধ্যক্ষ, পাঁচটি সহ-সভাপতি, তিনটি উপ-মহাসচিব, ২৬টি কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচন হবে।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১২
এএইচবি/সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।