ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

ঢাকা রাজশাহী ও খুলনার জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২০ ঘণ্টা, নভেম্বর ২, ২০১০
ঢাকা রাজশাহী ও খুলনার জয়

ঢাকা: জাতীয় ক্রিকেট লিগের ওয়ানডে ম্যাচে মঙ্গলবার জয় পেয়েছে ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগ।   ঢাকা ৩৪ রানে বরিশালকে, রাজশাহী ১০ উইকেটে সিলেটকে এবং খুলনা  দুই উইকেটে হারিয়েছে চট্টগ্রাম বিভাগকে।

ঢাকা বিভাগ ১৭০/১০ (৪৬.৪ ওভার)
বরিশাল ১৩৬/ ১০ (৪৬ ওভার)

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে মেহরাবের ৫৯ ও রনি তালুকদারের ২২ রানের সুবাদে ১৭০ রান সংগ্রহ করে ঢাকা।  

বরিশালের পক্ষে দুটি করে উইকেট নেন কামরুল ইসলাম, সোহাগ গাজী ও আরাফাত সালাহউদ্দিন।

জবাবে ব্যাট করতে নেমে মোহাম্মদ শরীফ ও নূর হোসেনের মারাত্মক বোলিংকে ১৩৬ রানেই গুটিয়ে যায় বরিশালের ইনিংস। সর্বোচ্চ ৩৪ রান আসে আরাফাত সালাউদ্দিনের ব্যাট থেকে।

শরীফ ২০ রানে নেন পাঁচ উইকেট। এছাড়া নূর হোসেন পান তিনটি উইকেট।

সিলেট বিভাগ  ৯৪/১০ (৩৪.৩ ওভার)
রাজশাহী বিভাগ ৯৮/০ (২৬.৪ ওভার)

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বৃষ্টির কারণে ৪৫ ওভারে খেলা কমিয়ে আনা হয়। ভেজা পিচে সৈকত ৯৪ রান তুলতেই সবকটি উইকেট হারায় সিলেট। রাজশাহীর পক্ষে সানজামুল ইসলাম ও আলাউদ্দিন বাবু তিনটি করে উইকেট নেন।

জবাবে ফরহাদ রেজার অপরাজিত ৭৭ রানের সুবাদে বিনা উইকেটে জয় তুলে নেয় রাজশাহী।

চট্টগ্রাম বিভাগ ১২১/৮ (২৩ ওভার)
খুলনা বিভাগ ১২৫/৮ (২১.৫ ওভার)

আগের রাতে বৃষ্টির কারণে রাজশাহীতে দিনের অপর ম্যাচটিও ৫০ ওভার হয়নি। সেটি কমিয়ে আনা হয়ে ২৩ ওভারে।

আগে ব্যাট করে ফয়সাল হোসেনের ৪৫ ও আফতাব আহমেদের ৩১ রানের সুবাদে ১২১ রান করে চট্টগ্রাম বিভাগ।

খুলনার পক্ষে রবিউল তিনটি উইকেট নেন। এছাড়া নাজমুস ও ডলার মাহমুদ দুইটি করে উইকেট পান।

জবাবে টপ ও মিডল অর্ডার ব্যাটসম্যানদের ছোট ছোট ইনিংসে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় খুলনা। দলের পক্ষে সর্বোচ্চ ২৪ রান করেন  জিয়াউর রহমান। চট্টগ্রামের পক্ষে দুইটি করে উইকেট নেন তারেক আজিজ খান ও মাহমুদুল হাসান।

বাংলাদেশ সময়: ২২০৮ ঘন্টা, নভেম্বর ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।