ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

মসনদ ফিরে পেতে আশাবাদী টাইগার উডস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৮ ঘণ্টা, নভেম্বর ২, ২০১০
মসনদ ফিরে পেতে আশাবাদী টাইগার উডস

টকিও: গলফের নতুন রাজা হয়েছেন বৃটেনের লি ওয়েস্টউড। এতে মোটেও বিচলিত হননি টাইগার উডস।

বরং হারানো মসনদ ফিরে পেতে মুখিয়ে আছেন ৩৪ বছর বয়সী টাইগার।

২৮১ সপ্তাহ অর্থাৎ প্রায় পাঁচ বছর সেরার আসনে ছিলেন মার্কিন এই তারকা। এ মৌসুমে কোন শিরোপা না পাওয়ায় শীর্ষ স্থান হরাতে হয়। অবশ্য এখনো তিনটি ইভেন্ট বাকি আছে। এ সপ্তাহে সাংহাইয়ে শুরু হবে এইচএসবিসি চ্যাম্পিয়ন্স টুর্নামেন্ট।

কোন টুর্নামেন্টে শিরোপা না জিতলেও টোকিতে এক প্রীতি ম্যাচে জিতেছেন। নয় হোলের খেলায় তিনি হারিয়েছেন স্বাগতিক তারকা রিও ইশিকাওয়াকে। জয়ে উচ্ছ্বসিত টাইগার। বলেন,“এই বছর তিনটি ইভেন্ট পাব আশাকরি, ভালোভাবেই সবকিছু শেষ করতে পারব। সত্যি বলতে কি, এই ইভেন্টগুলোই আমাকে ২০১১ সালে শীর্ষ স্থান ফিরে পেতে সাহায্য করবে। ”

সাংহাইয়ের ওয়ার্ল্ড গলফ চ্যাম্পিয়নশিপ ইভেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ফিল মাইকেলসনকে হারাতে পারলে আবারো বিশ্বসেরা হতে পারেন তিনি।

বিবাহ বর্হিভূত সম্পর্কের কারণে কিছুদিন আগে সংসার ভাঙ্গে তার। এমুহূর্তে বিশ্বসেরার আসনটি হারালেন ১৪টি  মেজর জেতা এই গলফার।

বাংলাদেশ সময়: ২২০৯ ঘন্টা, নভেম্বর ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad