ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

ফুর্তিতে আছেন ক্রিকেটাররা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, নভেম্বর ২, ২০১০
ফুর্তিতে আছেন ক্রিকেটাররা

ঢাকা: প্র্যাকটিস প্র্যাকটিস খেলা দেখতে বেশ লাগে। মজায় মজায় খেলেন সাকিব, মুশফিক, তামিম ও মাশরাফিরা।

কষ্ট একেবারেই গায়ে লাগে না। কোচরা সু-কৌশলে প্রস্তুত করছেন ক্রিকেটারদের।  

ছোট বেলার সেই দিনগুলো কথা অনেকের মনেই উকি দেয়,“সাত চারা, দুটি বল ওপরে ছুড়ে হাতের কসরত দেখানো। ” আরো অনেক কিছু। মুশফিকুর রহিম যেমন বলেছেন, ছেলে বেলার দিনগুলো মনে পড়ে যাচ্ছে। মাশরাফি বিন মুর্তজা মজাটা একটু বেশিই পাচ্ছেন। দুরন্ত মাশরাফি অনেক দিন পর বোধহয় নিজেকে ফিরে পেলেন।

শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরের পাশে দাঁড়িয়ে অনুশীলন বেশ উপভোগ করছিলেন দর্শকরা। পাশ দিয়ে হেঁটে যাওয়া পথচারিও খানিক সময়ের জন্য দাঁড়িয়ে যাচ্ছিলেন। সত্যিই মজা করে অনুশীলন করছিলেন ক্রিকেটাররা।

এতে অবশ্য কারো ভুল বোঝার অবকাশ নেই। হাসি-খুশির মধ্যদিয়ে কঠোর অনুশীলন করছেন সবাই। ইমরুল কায়েসের ভাষায়,“আগের চেয়ে একটু ভিন্নতা এসেছে অনুশীলনে। প্রতিটি বিষয়েই ব্যাট অথবা বল নিয়ে কাজ করছি আমরা। ব্যাটে-বলের অনুশীলন দিয়ে অনেক বেশি পরিপক্ক হয়ে ওঠা সম্ভব। ”

সকালে ব্যাটিং। বিকেলে বোলিং এবং ফিল্ডিং অনুশীলন হয়। অনুশীলন সম্পর্কে মুশফিক বলেন,“একটা উদ্দেশ্য নিয়ে আমাদের অনুশীলন হচ্ছে। কেউ কান্ত হচ্ছে না। ”

বাংলাদেশ সময়: ২০০০ ঘন্টা, নভেম্বর ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।