ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

পদত্যাগ করছেন দুঙ্গা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, জুলাই ২, ২০১০
পদত্যাগ করছেন দুঙ্গা

পোর্ট এলিজাবেথ: নেদারল্যান্ডের কাছে হেরে যাওয়ায় ব্রাজিলের কোচের পদ ছেড়ে দিচ্ছেন কার্লোস দুঙ্গা। শুক্রবার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে পদত্যাগের কথা জানান তিনি।



দুঙ্গা বলেন,“এটা সবার জানা, কি কারণে চার বছর আমি ব্রাজিল দলের কোচ ছিলাম। এই পরাজয় মেনে নেওয়া অত্যন্ত কঠিন। কেননা পরাজয়ের জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। ”

১৯৯৪ সালে দুঙ্গার নেতৃত্বে বিশ্বকাপ জেতে ব্রাজিল। কোচ দুঙ্গার অধীনে ২০০৭ সালে কোপা আমেরিকা কাপ ও ২০০৯ সালে কনফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হয় পেন্টাবিজয়ীরা।  

সর্বশেষ দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপে দলটি এসেছিলো লাতিন অঞ্চল থেকে শীর্ষ হয়েই।

বাংলাদেশ সময়: ০৪২১ ঘন্টা, জুলাই ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।