ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

খলনায়ক মেলো, কাঁদলো ব্রাজিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, জুলাই ২, ২০১০
খলনায়ক মেলো, কাঁদলো ব্রাজিল

রিও ডি জেনেরিও: নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের শুরুটা ছিলো দারুণ। কিন্তু শেষ হয়েছে পরাজয়ে।

আর বিশ্বকাপ থেকে দলের বিদায় কিছুতেই মেনে নিতে পারছে না ব্রাজিলিয়রা। ফেলিপ মেলো আর দুঙ্গা এখন তাদের চোখে খলনায়ক।

ফেলিপ মেলোর আত্মঘাতি গোল কিছুতেই মানতে পারছে না তারা। তার ওপর লাল কার্ড দেখে দলকে বিপদের মুখে ঠেলে দেওয়ায় সমর্থকদের কষ্ট বাড়িয়ে দিয়েছেন।

শেষবাঁশি বাজার সঙ্গে সঙ্গে রিও ডি জেনেরিও’র কোপাকাবানা সৈকতে নিস্তব্ধ হয়ে যায় হাজার হাজার ব্রাজিলিয় নাগরিক। মুহূর্তের মধ্যে উচ্ছ্বাসের জায়গায় নেমে আসে শুনসান নিরবতা।

দেশটির গ্লোব’র টিভিতে ধারাভাষ্য দিচ্ছিলেন গালভাও। দলের হারে চোখের জল ধরে রাখতে পারেননি। শুধু মুখে বলেন ‘সত্যিই দুঃস্বপ্ন’। ব্রাজিলিয়দের জন্য সত্যিই দুঃস্বপ্নের এক রাত। কিছুতেই সময় যেতে চাইবে না। বেশ কয়েকদিন লেগে যেতে পারে শোক ভুলতে।

সাবেক ফুটবলার ওয়াল্টার কাসাগ্রান্ড জুনিয়র বলেন,“দলের পারফরমেন্সে আমি হতাশ। ১-১ গোলে সমতা আসার পর তারা খেলাই ছেড়ে দিয়েছে। ”

আত্মঘাতি গোল খেয়ে ভরকে গিয়েছিলেন ব্রাজিলের খেলোয়াড়রা। চাপ নিতে না পারায় সাম্বাদের ওপর জেকে বসেছিলো নেদারল্যান্ডস।

বাংলাদেশ সময়: ০২৪৩ ঘন্টা, জুলাই ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।