ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

উইম্বলডনের ফাইনালে বার্দিচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, জুলাই ২, ২০১০

লন্ডন: উইম্বলডনে একের পর এক অঘটনের শিকার হচ্ছেন শীর্ষ তারকারা। ভেনাস উইলিয়ামস, কিম কিস্টার্স ও রজার ফেদেরারের পথ ধরে পুরুষ এককের সেমিফাইনাল থেকে বিদায় নিলেন নোভাক দকোভিচ।



শুক্রবার প্রথম সেমিফাইনালে টমাস বার্দিচের কাছে ৬-৩, ৭-৬ (৯) ও ৬-৩ গেমে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন নোভাক। ক্যারিয়ারে এই প্রথম উইম্বলডনের ফাইনাল খেলছেন চেক প্রজাতন্ত্রের টমাস।

দ্বাদশ বাছাই টমাস টুর্নামেন্টের শুরু থেকেই দুর্বার। একের পর এক ম্যাচ জিতে পৌঁছে গেছেন শিরোপার খুব কাছে। তার হাতে প্রথম অঘটনের শিকার হন শীর্ষ তারকা রজার ফেদেরার। যার স্বপ্ন ছিলো সপ্তম শিরোপা জিতে পিট সাম্প্রাসের রেকর্ড ছোঁয়ার। কিন্তু নির্মমভাবে সুইস তারকাকে হাতশ করেন এ চেক টেনিস সম্রাট।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘন্টা, জুলাই ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।