ঢাকা, শনিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

খেলা

কক্স সিটি পাঁচ বছর ফুটবলে নিষিদ্ধ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৯, অক্টোবর ৩০, ২০১২

ঢাকা: কক্স সিটিকে পাঁচ বছরের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)’র সব ধরনের প্রতিযোগিতায় নিষিদ্ধ করা হয়েছে।

বাফুফে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার পেশাদার ফুটবল লিগ কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।

কক্স সিটি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে অস্বীকৃতি জানালে তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে পেশাদার ফুটবল লিগ কমিটি।     

কক্স সিটি ঢাকার অনেক দলকে পেছনে ফেলে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে চ্যাম্পিয়ন হয়। দ্বিতীয় টায়ার থেকে উন্নীত হয় পেশাদার লিগে। কিন্তু আর্থিক দৈন্যতায় দল চালাতে না পারায় পেশাদার লিগে খেলতে পারছে না কক্স সিটি। তাদের এমন সিদ্ধান্তে বাফুফেও কঠোর হয়।

ক্লাবটিকে নিষিদ্ধ করা হলেও তাদের হয়ে নিবন্ধিত সকল খেলোয়াড়কে উন্মুক্ত করে দিয়েছে পেশাদার লিগ কমিটি।    
 
পেশাদার লিগ কমিটির সভায় এও সিদ্ধান্ত হয় কক্স সিটি যে আর্থিক সুবিধার জন্য বিবেচ্য ছিলো এখন তাও দেওয়া হবে না।

বাংলাদেশ লিগ শুরুর তারিখও ঠিক হয় মঙ্গলবারের সভায়। আগামী ১৩ নভেম্বর থেকে মাঠে গড়াবে পেশাদার ফুটবল লিগ।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১২
এসএ/সিজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।